৩. জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে-
i. জিন ক্লেনিং
ii. রিকম্বিন্টে DNA টেকনোলজি
iii. বায়োটেকনোলজি
নিচের কোনটি সঠিক?
৭. PAN এর ক্ষেত্রে ডেট প্রেরণে ব্লুটুথ ব্যবহৃত হয়?
i. এটি স্বল্প দূরত্বে তথ্য আদান-প্রদান করে
ii. বর্তমানে এটি বহুল প্রচলিত ও জনপ্রিয় ডিভাইস
iii. এর সাহায্যে বেশি দূরে তথ্য পাঠানো যায়
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ৮নং প্রশ্নের উত্তর দাও:
রহিম আমেরিকাতে বেড়াতে গিয়ে নতুন মোবাইল বা সিম না কিনে তার পুরনো মোবাইল ও সিম দিয়েই নিজ দেশে তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হল।
৮. রহিমের মোবাইল সংযোগটি কোন ধরনের ?
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : রাজশাহী শহরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সকল কলেজ একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় আসতে চায়।
৯. প্রত্যাশিত নেটওয়ার্কটি হবে-
১০. প্রত্যাশিত নেটওয়ার্কটিতে দ্রুতগতিতে কাজ করা যাবে যদি-
i. ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করা হয়
ii. ট্রি-টপোলজি দ্বারা সংগঠিত হয়
iii. কানেকটিভিটি ডিভাইস রাউটার ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
১৩. (১.২৫)১০ এর বাইনারী মান কত?
১৭. ফন্ট ট্যাগ অ্যাট্রিবিউটস হলো-
i. face
ii. Size
iii. Color
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
float x;
long y;
a=2. 5
y=34893202
উদ্দীপকে যে ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে-
i.int
ii.float
iii.long
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
float x;
long y;
a= 2.5
y = 34893202
২০. উদ্দীপকে যে ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে?
i. int
ii. float
iii. long
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii