Site icon hscict.com.bd

রাজশাহী সরকারি সিটি কলেজ , রাজশাহী, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান

১. ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কী?
২. বায়োমেট্রিক পদ্ধতিতে বিভিন্ন ইমেজ শনাক্ত করতে ব্যবহৃত হয় কী?

৩. জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে-

i. জিন ক্লেনিং

ii. রিকম্বিন্টে DNA টেকনোলজি

iii. বায়োটেকনোলজি

নিচের কোনটি সঠিক?

৪. ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি?
৫. নিচের কোনটি ধীর গতির ডেটা ট্রান্সমিশন স্পীড?
৬. কেবলের মাধ্যমে বেশি দূরত্বে ডেটা পাঠানোর ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?

৭. PAN এর ক্ষেত্রে ডেট প্রেরণে ব্লুটুথ ব্যবহৃত হয়?

i. এটি স্বল্প দূরত্বে তথ্য আদান-প্রদান করে

ii. বর্তমানে এটি বহুল প্রচলিত ও জনপ্রিয় ডিভাইস

iii. এর সাহায্যে বেশি দূরে তথ্য পাঠানো যায়

নিচের কোনটি সঠিক?

নিচের উদ্দীপকটি পড় এবং ৮নং প্রশ্নের উত্তর দাও:

রহিম আমেরিকাতে বেড়াতে গিয়ে নতুন মোবাইল বা সিম না কিনে তার পুরনো মোবাইল ও সিম দিয়েই নিজ দেশে তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হল।

৮. রহিমের মোবাইল সংযোগটি কোন ধরনের ?

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : রাজশাহী শহরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সকল কলেজ একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় আসতে চায়।

৯. প্রত্যাশিত নেটওয়ার্কটি হবে-

১০. প্রত্যাশিত নেটওয়ার্কটিতে দ্রুতগতিতে কাজ করা যাবে যদি-

i. ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করা হয়

ii. ট্রি-টপোলজি দ্বারা সংগঠিত হয়

iii. কানেকটিভিটি ডিভাইস রাউটার ব্যবহার করা হয়

নিচের কোনটি সঠিক?

১১. মডেমের কাজ তথ্য-
১২. সার্বজনীন গেইট কোনটি?

১৩. (১.২৫)১০ এর বাইনারী মান কত?

১৪. উদ্দীপকে ব্যবহৃত মৌলিক গেইটি?
১৫. উদ্দীপকে ব্যবহৃত মৌলিক গেইটটি?
কোনটি Empty ট্যাগ ?

১৭. ফন্ট ট্যাগ অ্যাট্রিবিউটস হলো-

i. face

ii. Size

iii. Color

নিচের কোনটি সঠিক?

১৮. সি প্রোগ্রামিং-এ কোন অনুবাদক ব্যবহার করা হয়?
১৯. কোন প্রোগ্রাম রচনার সবচেয়ে সহজ অংশ কোনটি?

নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:

float x;

long y;

a=2. 5

y=34893202

উদ্দীপকে যে ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে-

i.int

ii.float

iii.long

নিচের কোনটি সঠিক?

নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:

float x;

long y;

a= 2.5

y = 34893202

২০. উদ্দীপকে যে ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে?

i. int

ii. float

iii. long

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উদ্দীপকটি কোন গেইট নির্দেশ করে-
কুয়েরি ল্যাংগুয়েজ কত প্রকার ?
২৪. শর্তারোপ করে ডেটা কুয়োরী করা হয় কোন কুয়োরী মাধ্যমে?
ডেটাবেজে কোন Microsoft tools এ করা হয় ?
রাজশাহী সরকারি সিটি কলেজ , রাজশাহী, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Exit mobile version