মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
65

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. ওয়েবসাইটে বা ব্লগে গবেষণার বিষয়বস্তু প্রকাশের ফলে গবেষণা কার্যক্রমটি --

i. গতিশীল ও ত্বরানিত্ব হবে
ii. অনৈতিক কাজে ব্যাবহৃত হবে
iii. বিশ্বব্যাপি দ্রুত প্রচার পাবে

নিচের কোনটি সঠিক ?

2 / 25

2. জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে?

3 / 25

3. উদ্দীপকের আলোতে
চাপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এ বছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলতে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম। বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।

উদ্দীপকের আলােকে আম বিক্রির প্রক্রিয়াটি কিসের সাথে সম্পর্কযুক্ত ? [কু, বাে. ২০১৯]

4 / 25

4. ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করাকে কী বলে ?

5 / 25

5. বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থাসমৃদ্ব স্থানকে কি বলে ?

6 / 25

6. উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি সঠিক?
i. টেলিপোর্ট সেবা
ii. টেলিযােগাযােগ সেবা
iii. ইন্টারনেট সেবা
নিচের কোনটি সঠিক ?

7 / 25

7. ক্রায়ােজেনিক এজেন্ট কোনটি?

8 / 25

8. যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্বিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার হয়না ?

9 / 25

9. গ্লোবাল ভিলেজ-এর backbone কোনটি?

10 / 25

10. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে-
১. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে
২. রোগীর ব্যথা কম হবে
৩. সুস্থ হতে সময় কম  লাগে

11 / 25

11. নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

নেটওয়ার্ক চালু হলে মনিমারা যে সুবিধা পাবে- [দি.বাে, ২০১৭]

i. সবাই সফটওয়ারসমূহ ব্যবহার করতে পারবে।
ii. সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে।
iii. এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারবে।

নিচের কোনটি সঠিক?

12 / 25

12. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে কয়ভাগে ভাগ করা হয়?

13 / 25

13. কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়?

14 / 25

14. ভয়েজ ব্যান্ড এর সর্বচ্চ গতি কত?

15 / 25

15. ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কমিউনিকেশনের কয়টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

16 / 25

16. ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়--

17 / 25

17. একই ধরনের ডেটা থাকে কোনটিতে? | [ঢা, বাে. ২০১৭]

18 / 25

18. নিচের উদ্দীপকটি পড়—-
একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন।

অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে—-
i. তথ্যসমূহের সব ধরনের নিরাপত্তা দেয়া যাবে
ii. তথ্যসমূহের যেকোনাে ধরনের বিন্যাস সম্ভব হবে
iii. অতিদ্রুত শিক্ষার্থীদের ডেটা উপস্থাপন করা যাবে

নিচের কোনটি সঠিক?

19 / 25

19. Table-A এর Dist ফিল্ডের উপর A – Z সর্টিং করলে Roll ফিল্ডের মানের ক্রম হবে— [ব, বাে, ২০১৭]

20 / 25

20. অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা ?

21 / 25

21. দশমিক সংখ্যা 10 কে রােমান পদ্ধতিতে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?

22 / 25

22. OR ও NOT গেইট মিলে কোন গেইট হয়?

23 / 25

23. বাইনারি সংখ্যা 110 ও 101 এর--
i. যােগফল 1011
ii.বিয়ােগফল 1
i.দশমিক মান সমান

নিচের কোনটি সঠিক?

24 / 25

24. জারিফ : জানিস, আমার বয়স বাইনারিতে 1101
ইবাদ: তাহলে আমি তাের চেয়ে এক বছরের বড়। ইবাদের বয়স ডেসিমালে কত বছর?

25 / 25

25. আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।