মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. ভগ্নাশযুক্ত সংখ্যার র্যাডিক্স পয়েন্টের বামদিকের অংশকে কী বলে?

2 / 25

2. (71.54)₈ এর দশমিক সমতুল্য মান কত?

3 / 25

3. 6660 সংখ্যাটিতে ডান থেকে বামদিকের তৃতীয় সংখ্যাটির মান কত?

4 / 25

4. (29)₁₀ সংখ্যাটির বাইনারি মান কত?

5 / 25

5. প্যারিটি বিট কত প্রকার?

6 / 25

6. (130)₁₀ এর BCD কোড কত?

7 / 25

7. (A)₁₆ + (10)₂ + (7)₈ এর মান হতে পারে--
i. (13)₁₆
ii. (23)₈
iii. (10011)₂
নিচের কোনটি সঠিক?

8 / 25

8. 101.000 থেকে 10 এর বিয়ােগফল কোনটি?

9 / 25

9. && কোন ধরনের লজিক্যাল অপারেটর—

10 / 25

10. সি ভাষায় প্রােগ্রাম রচনা করা হয় কোন বন্ধনীর ভেতরে?

11 / 25

11. নিচের উদ্দীপকটি পড়
#include
main(){
int m
printf("Enter your marks");
scanf("%d", &m);
printf("%d.",&m);
}
উদ্দিপকের কোন স্টেসমেন্টটি ভুল ?

12 / 25

12. কোনটি থেকে ওয়েবসাইটের ভিতরে থাকা বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়?

13 / 25

13. কোন টপােলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে?
i. বাস।
ii. রিং
iii. মেশ

নিচের কোনটি সঠিক?

14 / 25

14. উদ্দীপকটি পড়--
কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলাে এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলাে পরস্পর চক্রাকারে যুক্ত। কিন্তু সময় বাঁচানাের জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপােলজির পরিবর্তন করলেন।

কলেজটিতে কোন ধরনের টপােলজি ব্যবহৃত হয়েছে? [চ.বাে, ২০১৭]

15 / 25

15. VSAT কোথায় স্থাপন করা হয় ?

16 / 25

16. CAN এর পূর্ণরূপ কী?

17 / 25

17. বিট সিক্রেনািইজেশন হচ্ছে--
i. বিট প্রেরণের সমম্বিত পদ্ধতি
ii. ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট
iii. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক ?

18 / 25

18. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? [য, বাে, ২০১৬]

19 / 25

19. BSA এর সূত্রমতে ব্যবহৃত সকল সফটওয়্যারের কতভাগ পাইরেটেড?

20 / 25

20. অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে ?

21 / 25

21. ক্রোমােজোমের মধ্যে চেইনের মতাে প্যাচানাে পদার্থকে কী বলে?

22 / 25

22. কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?

23 / 25

23. ন্যানাে প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচেছ--
i.বৃহৎ স্কেলে পণ্যোৎপাদন
ii. সূক্ষ্ম ও ছােট পণ্যোৎপাদন।
iii. বর্জ্য পরিষ্কারকরণ
নিচের কোনটি সঠিক?

24 / 25

24. অনলাইন গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে ?

25 / 25

25. ডেটাবেজে Field Property-এর বিভিন্ন অংশ হলো---
i. Field Size
ii. Format
iii. Caption
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleকম্পিউটার সম্পর্কিত