Site icon hscict.com.bd

মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73
http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Ok-Boss0.mp3http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Wrong-Answer.mp3

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে-
১. বিশেষ সফটওয়ার প্রয়োজন
২. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
৩. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে

2 / 25

2. ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল- [সি, বাে, ২০১৭]
i. দ্বি-মাত্রিক দৃশ্য
ii. ত্রি-মাত্রিক দৃশ্য।
i. কৃত্রিম জীবন্ত দৃশ্য
নিচের কোনটি সঠিক ?

3 / 25

3. অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে ?

4 / 25

4. নিচের উদ্দীপকটি পড়--
লােকমান সাহেব গবেষণা করে নানা প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন।
এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।
উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণায় সহায়তায় প্রযুক্তি কোনটি ?

5 / 25

5. F এর মান কত?

6 / 25

6. উদ্দীপকের বর্তনীটির আউটপুট Y = 1 পেতে হলে A ও B এর কত ইনপুট দিতে হবে?

7 / 25

7. দশমিক সংখ্যার দশমিক বিন্দুর বামপাশে থাকে--

8 / 25

8. অনুচ্ছেদটি পড়

পিয়াল ফ্লিপ-ফ্লপ ব্যবহার করে একটি 5 বিট অ্যাসিনক্রোনােস কাউন্টার ডিজাইন করল। কাউন্টারটি বাইনারি সিগন্যাল
কাউন্ট করতে সক্ষম।

কাউন্টারটির 2⁶ নং ক্লক পালস-এর পর কত কাউন্ট করবে?

9 / 25

9. দশমিক 3 কে বিসিডি কোডিং এ লেখা হয়--

10 / 25

10. (1001010)₂ কে কোন সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে সবচেয়ে কম সংখ্যক অঙ্ক প্রয়ােজন?

11 / 25

11. নিচের উদ্দীপকটি পড়
মি. আতিক কামালকে বলল, “তােমার বয়স কত?” কামাল বলল যে, তার বয়স (101101)₂

কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলাে- [দি. বাে, ২০১৭]

12 / 25

12. (A0)₁₀ এর দশমিক সমতুল্য মান কত?

13 / 25

13. ওয়েবসাইটের হায়ারারকিক্যাল কাঠামাে কী? [রা, বাে-১৬]

14 / 25

14. সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধা হলাে - [দি. বাে.-২০১১]
i.যন্ত্রপতি তুলনামুলক সহজ ও সাশ্রয়ী
ii.নয়েজের প্রভাব কম
iii. নির্ভরযোগ্য পদ্ধতি

নিচের কোনটি সঠিক ?

15 / 25

15. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন ।

অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো--
i. ইউনিকাস্ট
ii. মাল্টিস্টি
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

16 / 25

16. নিচের উদ্দীপকটি পড়
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন।

উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের? [ব, বাে, ২০১৯]

17 / 25

17. ১ম টেবিলটির শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি? [বি. বাে, ২০১৬]

i. Text
ii. Number
iii. Date/Time
নিচের কোনটি সঠিক?

18 / 25

18. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —
i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে
সংরক্ষণ করা যায়।
ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।
iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?

19 / 25

19. ডেটাবেজ সাজানাের প্রক্রিয়া হলো —[কু, বে, ২০১৭]
i. সর্টিং
ii. ইনডেক্সিং
iii. কুয়েরিং
নিচের কোনটি সঠিক?

20 / 25

20. UPDATE ও ALFER কমান্ডদ্বয় কোন ধরনের স্টেটমেন্ট?

21 / 25

21. নিচের উদ্দীপকটি পড়
#include
#include
main ()
int a, b, c;
printf ("Enter Value;");
scanf (%d%d", &a,&b);
c=a + b; printf ("\nc=%d",c);
getch 0;
}
উদ্দীপকে প্রােগ্রামের আউটপুটে ভগ্নাংশ মান পেতে হলে
i. ডেটা টাইপ পরিবর্তন করতে হবে
ii. ফরমেট স্পেসিফায়ার পরিবর্তন করতে হবে।
iii. ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে।
নিচের কোনটি সঠিক?

22 / 25

22. কোন ভাষা লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না ?

23 / 25

23. অনুচ্ছেদটি পড়
সি প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয়। যেমন- +, -, (), *, / প্রভৃতি ক্যারেক্টার হলাে অপারেটর। তাছাড়া ANSI এর মান অনুযায়ী সি ল্যাঙ্গুয়েজে ৩২টি কীওয়ার্ড আছে।

নিচের কোনটি লজিক্যাল অপারেটর?

24 / 25

24. কম্পিউটারের তৃতিয় প্রজন্মের ভাষা কেমন ছিল?

25 / 25

25. কম্পাইলারের সুবিধা হলাে
i. সম্পূর্ণ প্রােগ্রামটি একবারে অনুবাদ করে
ii. প্রােগ্রামে ডিবাগিং ও টেস্টিং দ্রুতগতি সম্পন্ন
iii. ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে।
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Exit mobile version