মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
66

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. ৪১. পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়ােজন
i. অঙ্কের নিজস্ব মান
ii. সংখ্যাটির বেজ
iii. অঙ্কের স্থানীয় মান।

নিচের কোনটি সঠিক?

2 / 25

2. EBCDIC কোড কোন ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয়?

3 / 25

3. (ABC) এর সমতুল্য মান হলাে--
i.(101010111100)₂
ii. (5274)₈
iii. (73)₁₀

নিচের কোনটি সঠিক?

4 / 25

4. কোন ভারতীয় গণিতবিদ প্রথম বাইনারি সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করার পদ্ধতি বের করেন?

5 / 25

5. দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ঐ সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে বার বার কী করতে হয় ?

6 / 25

6. টেলিভিশনের রিমােট কন্ট্রোলে ব্যবহৃত হয়- [য.বাে, ২০১৯]

7 / 25

7. উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

একই সময় যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন-- [কু.বো ২০১৬]
i.মোবাইল
ii.রেডিও
iii.ওয়াকী-টকি

নিচের কোনটি সঠিক ?

8 / 25

8. C ভাষায় || কে কোন ধরনের অপারেটর বলা হয়?

9 / 25

9. নিচের উদ্দীপকটি পড়
#include
#include
main(){
int x, y, S; printf("Enter Value :");
scanf(“%d%d", &x, &y); | S = x+y;
printf("\ns =%d", s);
getch();
}

উদ্দীপকে লিখিত প্রথম হেডার ফাইলটির সঠিক রূপ কোনটি?

10 / 25

10. নিচের উদ্দীপকের —
রনি তার দোকানের দৈনিক হিসাব লিখেন। এতে তার অনেক সময় ও ব্যবসায় ক্ষতি হয়। সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞের পরামর্শে DBMS ব্যবহারের সিদ্ধান্ত নেন।

উদ্দীপকে উল্লিখিত কাজ কোনটির সাহায্যে সহজে করা যায়? [য. বাে. ২০১৬]

11 / 25

11. কোনো ডেটাবেজের আওতায় থাকতে পারে--
1. এক বা একাধিক ডেটা টেবিল, কুয়েরি
ii. ফর্ম, রিপাের্ট
iii. ম্যাক্রো ও মডিউল
নিচের কোনটি সঠিক?

12 / 25

12. উদ্দীপক টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে— [কু, বাে. ২০১৭]
i. E_ID
ii. NAME
iii. MOBILE No

নিচের কোনটি সঠিক?

13 / 25

13. নিচের উদ্দীপকটি পড়
মি কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোগিত করলেন । কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযােজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না ।

মি কলিম যে প্রকারের ট্যাগ ব্যবহার , সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি?

14 / 25

14. HTML এর body অংশে থাকে– [দি. বাে-১৬]

i. ছবি
ii. টেবিল
iii. ওয়েবপেজ টাইটেল

নিচের কোনটি সঠিক?

15 / 25

15. ওয়েব ব্রাউজার হলাে–- [কু, বাে-১৭]
i. গুগল ক্রোম
ii. সাফারি
iii. ইউটিউব

নিচের কোনটি সঠিক?

16 / 25

16. কোনটি আবিস্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় ?

17 / 25

17. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয় ?

18 / 25

18. তথ্য প্রযুক্তির সাহায্য মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে সনাক্ত করাকে কি বলে ?

19 / 25

19. ই -কমার্সের সুবিধা কোনটি ?

20 / 25

20. নাসা কর্তৃক মঙ্গলগ্রহে পাঠানাে রােবটটির নাম কী?

21 / 25

21. কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলােকে ধ্বংস করার কাজ করে?

22 / 25

22. ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- (ঢা. বাে, ২০১৭]
i. কম্পিউটার
ii. ক্রায়ােলােব
iii. রােবট

নিচের কোনটি সঠিক?

23 / 25

23. ক্রায়ােসার্জারি আধুনিক ও উন্নত হয়ে ওঠে--
i. তরল নাইট্রোজেন ব্যবহারের ফলে
ii. তরল হাইড্রোজেন ব্যবহারের ফলে
iii. বিভিন্ন ক্রায়ােজনিক এজেন্ট ব্যবহারের ফলে।

নিচের কোনটি সঠিক?

24 / 25

24. www.bdjobs.com কী ?

25 / 25

25. উদ্দীপকের আলােকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন- [কু. বাে, ২০১৯]

i.অধিক ফলন ঘরে তুলতে পারবেন
ii. টিস্যু কালচার ব্যবহার করতে পারবেন
iii. বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে পারবেন।

নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।