মডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
65

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. সাইবার মানি পরিভাষাটি নিচের কোনটির সাথে সাথে সম্পৃক্ত ?

2 / 25

2. EFT এর পূর্ণরূপ কি?

3 / 25

3. উদ্দীপকের আলোতে
মি.‘ক’ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে-- [রা. বাে. ২০১৯]

4 / 25

4. ফাইবার ডটকম কী ?

5 / 25

5. বিশ্বগ্রাম বলতে বোঝায়?
(ব-16)
(1)রিয়েল টাইম বিনিময়
(2)তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
(3) বিশ্বের গ্রামসমুহের আন্তঃসর্ম্পক

6 / 25

6. মেশিন ভাষার প্রোগ্রাম -
১. সরাসরি দ্রুত কার্যকর হয়
২. কম্পিউটার সংগঠন বর্ণনা করে
৩. লেখা সহজ ও সাধারণের ব্যবহার উপযোগী

7 / 25

7. সি প্রােগ্রামের ক্ষেত্রে
১. প্রােগ্রাম কম্পাইল করার জন্য Alt+F9 কী-দ্বয় একত্রে
২. প্রােগ্রাম সেভ করার জন্য Alt+S কী-দ্বয় একত্রে চাপতে হবে
৩. প্রােগ্রাম রান করার জন্য Ctrl+F9 কী-দ্বয় একত্রে

8 / 25

8. উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় পরিবর্তনের জন্য ব্যবহৃত অনুবাদক প্রােগ্রামগুলাে হলাে--
i. অ্যাসেম্বলার।
ii. কম্পাইলার
iii. ইন্টারপ্রেটার
নিচের কোনটি সঠিক?

9 / 25

9. সি ভাষায় নতুন লাইন তৈরির ব্যাকফ্ল্যাশ ক্যারেক্টার কোনটি?

10 / 25

10. for (i=1;i<8; i+ = 2)
printf("%d”; i) কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?

11 / 25

11. C প্রােগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি?

12 / 25

12. ‘সি’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে--
i. যােগ করা যায়
ii. ছােট বড় তুলনা করা যায়
iii ভাগশেষ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?

13 / 25

13. OPS5 কোন প্রজন্মের ভাষা?

14 / 25

14. #include
main ()
float x;
print ("Enter the number’’)
scanf(“%d”,&x);
}

প্রােগ্রামে ভুল লেখা %d এর পরিবর্তে যেটি ব্যবহার করা যেতে পারে?
i. % f
ii. % 2f
iii. % s
নিচের কোনটি সঠিক?

15 / 25

15. 4GL সম্পর্কিত তথ্য--
i. একে RAD টুল বলা হয়।
ii. এর সাহায্যে কম্পিউটারের সাথে সংযােগ স্থাপন করা যায়
iii. অপারেটিং সিস্টেম তৈরির জন্য ব্যবহৃত হয়।
নিচের কোনটি সঠিক?

16 / 25

16. সটিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে---
i Text
ii. Currency
li. OLE Objects

নিচের কোনটি সঠিক?

17 / 25

17. Date of Admission ফিল্ডের জন্য মেমােরিতে কত বাইট জায়গা প্রয়ােজন? [চ, বাে. ২০১৯]

18 / 25

18. অক্টাল পদ্ধতিতে 70 থেকে 35 এর বিয়ােগফল কোনটি?

19 / 25

19. (100)₂ এবং (AA)₁₆ এর যােগফল কত? [চ.বাে, ২০১৭]

20 / 25

20. কোনাে সংখ্যা পদ্ধতির ভিত্তি হলাে--

21 / 25

21. মডেম—
i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে
ii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে।
iii. ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে।
নিচের কোনটি সঠিক?

22 / 25

22. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসেব করা হয়?

23 / 25

23. ডেটা কমিউনিকেশনে রিসিভার হিসেবে কাজ করে
i. মডেম
ii.মোবাইল
iii.টেলিফোন এক্সচেঞ্জ
নিচের কোনটি সঠিক ?

24 / 25

24. বিট সিনক্রোনাইজেশন হচ্চে--
১. বিট প্রেরণের সম্নমিত পদ্ধতি
২. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা
৩. ব্যান্ড উইথের পরিমান বৃদ্দি পাওয়া
নিচের কোনটি সঠিক?

25 / 25

25. Wi-max এর প্রধান কয়টি অংশ?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।