Site icon hscict.com.bd

মডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73
http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Ok-Boss0.mp3http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Wrong-Answer.mp3

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. ক্রিকেটের লাইভ স্কোর পেতে ব্যবহৃত ওয়েবসাইট হলো--

2 / 25

2. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর উদ্ভাবক--

3 / 25

3. নিচের উদ্দীপকটি–

Bangladesh

উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি?

4 / 25

4. নিচের উদ্দীপকটি পড় –
আইসিটি শিক্ষক ইকবাল স্যার সুস্ময়কে একটি টেবিল তৈরী করতে বলায় সুস্ময় ৪ কলমি ও ৫ রাে বিশিষ্ট একটি টেবিল করেছে। টেবিলটিতে ক্যাপশন হিসেবে কলেজের নাম দিতে বলা
হয়েছিল। কিন্তু সে কোন ক্যাপশন দেয়নি এবং টেবিলটিতে কোনো বর্ডারও নেই।

উদ্দীপকে উলিখিত টেবিলটিতে টেক্সটকে ডানদিকে Align করতে সুস্ময় নিচের কোন ট্যাগটি ব্যবহার করেছে ?

5 / 25

5. ইউনিকোডের 13 সংস্করণে কতটি ভাষা স্থান পায়?

6 / 25

6. 2BAD.8C কোন ধরনের সংখ্যা? (দি, বাে, ২০১৯)

7 / 25

7. ASCII-8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

8 / 25

8. নিচের কোনটি নন-পজিশনাল সংখ্যা?

9 / 25

9. মৌলিক লজিক গেইট কয়টি? [ম. বা. ২০১৯]

10 / 25

10. (1011.11), এবং (101,1), এর বিয়ােগফল কত হবে?

11 / 25

11. ছােট আকারের নেটওয়ার্কে বাস টপোলজির ব্যবহার ---

i. খুব সহজ, সাশ্রয়ী, বিশ্বস্ত
ii. খুব কঠিন, ব্যয়বহুল
iii. খুব সহজ, ব্যয়বহুল, অবিশ্বস্ত।

নিচের কোনটি সঠিক?

12 / 25

12. ডেটা কমিনিকেশান্স কি?

13 / 25

13. ডেটা কমিউনিকেশান্স এর গতিকে কয়ভাগে ভাগ করা যায়?

14 / 25

14. কোন কারণে সর্ট-এর তেমন ব্যবহার নেই?

15 / 25

15. কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজের লিংক করা যায়?

16 / 25

16. টেলিমেডিসিন ব্যবস্থাটি কিসের সাথে সম্পকিত ?

17 / 25

17. ই-মেইল কে আবিষ্কার করেন?

18 / 25

18. সত্যিকারের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে কাছাকাছি প্রক্রিয়া কোনটি ?

19 / 25

19. ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়—
i. Bacillus ব্যাকটেরিয়া
ii. E.coli ব্যাকটেরিয়া
iii. Yeast
নিচের কোনটি সঠিক?

20 / 25

20. ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে ।

উদ্দীপকের আলােকে ‘ক’ শিক্ষার্থীর কর্মকাণ্ড-
i. কপিরাইট আইন না মানা
ii. টেলনেট
iii. কম্পিউটার এথিকস
নিচের কোনটি সঠিক?

21 / 25

21. উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি সঠিক?
i. টেলিপোর্ট সেবা
ii. টেলিযােগাযােগ সেবা
iii. ইন্টারনেট সেবা
নিচের কোনটি সঠিক ?

22 / 25

22. মাইশার চালের বিপক্ষে কম্পিউটারও অনেক সময় চাল দিতে ভুল করে । কেননা, কৃত্তিম বুদ্ধিমত্তা --
i. তথ্য ও অভিজ্ঞতার আলােকে সিদ্ধান্ত গৃহীত হয়।
ii. দাবা খেলা সম্ভব নয়।
iii. লার্নিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

23 / 25

23. বিশ্বগ্রাম সৃস্টির দ্বার উন্মেচিত হয়েছে কোন প্রযুক্তির ক্রমোন্নয়নের কারণে ?

24 / 25

24. নিচের উদ্দীপকটি পড়—
প্রােগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম এনালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রােগ্রাম কীভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলােকে প্রােগ্রাম রচনা শুরু করল।

উদ্দীপকের চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতিকে কী বলা হয়?

25 / 25

25. #include
main ()
float x;
print ("Enter the number’’)
scanf(“%d”,&x);
}

প্রােগ্রামে ভুল লেখা %d এর পরিবর্তে যেটি ব্যবহার করা যেতে পারে?
i. % f
ii. % 2f
iii. % s
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Exit mobile version