মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
65

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. C প্রোগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি? [ঢা. বাে-১৭].

2 / 25

2. কম্পাইলারের সুবিধা হলাে
i. সম্পূর্ণ প্রােগ্রামটি একবারে অনুবাদ করে
ii. প্রােগ্রামে ডিবাগিং ও টেস্টিং দ্রুতগতি সম্পন্ন
iii. ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে।
নিচের কোনটি সঠিক?

3 / 25

3. বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য প্রয়োজন __
i. নেটওয়ার্ক সংযুক্ততা ii. হার্ডওয়্যার-সফটওয়্যার
iii. মানুষের জ্ঞান বা সক্ষমতা

নিচের কোনটি সঠিক ?

4 / 25

4. উদ্দীপকের আলোতে--
ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে ।

উদ্দীপকের ‘খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? [ঢা. বাে, ২০১৭]

5 / 25

5. স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিছের কল্যাণে ?

6 / 25

6. ভার্চুয়াল রিয়ালিটি মূলত-

7 / 25

7. Virtual Reality তে ব্যবহৃত সরঞ্জাম--
i. HMD:Head Mounted Display
ii. Gloves
iii. Keyboard

নিচের কোনটি সঠিক?

8 / 25

8. বিশ্বগ্রামের অসুবিধা হলো --
i. অসত্য তথ্য প্রচারের আশঙ্কা
ii. ব্যক্তিগত গোপনীয়তায় অনৈতিক হস্তক্ষেপ
iii. প্রযুক্তিগত বৈষম্য

নিচের কোনটি সঠিক ?

9 / 25

9. এ যাবৎ আইপিও র মাধমে বিশ্বের সর্বোচ্চ অর্থসংগ্রহকারী কোম্পানি আলিবাবা যে ব্যাবসার সাথে জড়িত--

10 / 25

10. অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানােকে কী বলে?

11 / 25

11. বায়ােইনফরমেটিক্স-এর সঙ্গে জড়িত--
i. জীববিদ্যা
ii. পরিসংখ্যান
iii.কম্পিউটার বিজ্ঞান।
নিচের কোনটি সঠিক?

12 / 25

12. ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে--- [ব. বাে, ২০১৭]

13 / 25

13. মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল—

14 / 25

14. নিচের উদ্দীপকটি পড়
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন।

উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের? [ব, বাে, ২০১৯]

15 / 25

15. উদ্দীপকের নেটওয়ার্ক কাঠামােতে কী ধরনের পরিবর্তন আনলে তা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে পরিণত হবে? [ম, ৰ, ২০১৯]

16 / 25

16. VSAT কোথায় স্থাপন করা হয় ?

17 / 25

17. ওয়েবসাইট তৈরির জন্য–
i. ব্যান্ডউইথ প্রয়ােজন
ii. জায়গা প্রয়ােজন
iii ঠিকানা প্রয়ােজন
নিচের কোনটি সঠিক?

18 / 25

18. একটি পেজের সাথে অন্য পেজের সংযােগকে HTML ভাষায় কী বলে?

19 / 25

19. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর উদ্ভাবক--

20 / 25

20. উদ্দীপকের চিত্রে OR গেইটের পরিবর্তে করলে F এর মান কত হবে?

21 / 25

21. চিত্রে Y = কত?

22 / 25

22. AND গেইটের কাজ হলাে--

23 / 25

23. Í = কত?

24 / 25

24. (75.75)₁₀ -এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটি?

25 / 25

25. শিক্ষক জারাকে জিজ্ঞেস করলেন, তােমার ক্লাস রােল কত, উত্তর দিল 3D. সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয়--

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।