মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. এক্সপার্ট সিস্টেম কী ?

i. এক্সপার্ট সিস্টেম
ii. ফাজি লজিক
iii. লার্নিং সিস্টেম।

নিচের কোনটি সঠিক ?

2 / 25

2. জিওস্টেশনারি স্যাটেলাইটগুলাে পৃথিবীপৃষ্ঠ থেকে কত উপরে স্থাপন করতে হয় ?

3 / 25

3. কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কত সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নির্দেশনা প্রণয়ন করে?

4 / 25

4. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়ােগ হলো--

5 / 25

5. উদ্দীপকের আলোতে
পীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।

টেলিমেডিসিনের মাধ্যমে--
i. প্রত্যন্ত অঞ্চলে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়
ii. ই-মেইলের মাধ্যেমে পাঠানো রোগীর রিপোর্ট পর্যালোচনা করে রোগ নির্ণয় করা যায় ।
iii. জটিল রোগ নির্ণয় বা অপারেশনের ক্ষেত্রে ডাক্তারগণ একে অপরের সাথে পরামর্শ করে পারেন

নিচের কোনটি সঠিক ?

6 / 25

6. প্রযুক্তির যে শাখা রােবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নের সংশ্লিষ্ট তাকে কী বলে?

7 / 25

7. মাইসিন কোন প্রক্রিতির কৃত্রিম ব্যবস্থা ?

8 / 25

8. GIS-এর অর্থ কী?

9 / 25

9. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —
i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে
সংরক্ষণ করা যায়।
ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।
iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?

10 / 25

10. ৩য় টেবিল থাকে কোন রিলেশনে?

11 / 25

11. .edu দ্বারা কোন ধরনের ডােমেইনকে বোঝায়?

12 / 25

12. কোন html ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়? [দি-১৬]

13 / 25

13. শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাজ ব্যবহার করা হয়?

14 / 25

14. নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রযােজ্য?

15 / 25

15. কত কিলােমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয় ?

16 / 25

16. দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন?

17 / 25

17. wwww এর পূর্ণরূপ কী?

18 / 25

18. নিচের উদ্দীপকটি পড়
X তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় আটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়।

উদ্দীপকের সার্ভিসটির নাম কী?

19 / 25

19. GSM এর পূর্ণরূপ হলাে---

20 / 25

20. নিচের চিত্রটি লক্ষ কর--

Y এর মান 1 হবে, যদি--

i. A = 0, B = 1
ii. A = 0, B = 0
iii. A = 1, B = 0

নিচের কোনটি সঠিক?

21 / 25

21. (127)₁₀ = (x)₈ হলে X = ?

22 / 25

22. 101.000 থেকে 10 এর বিয়ােগফল কোনটি?

23 / 25

23. ডেটা ট্রান্সফারের ভিত্তিতে রেজিস্টারকে কয়ভাগে ভাগ করা যায়?

24 / 25

24. দশমিক সংখ্যা 10 কে রােমান পদ্ধতিতে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?

25 / 25

25. কোন গেটটি মৌলিক গেট নয়?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Next articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।