মডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম 0% 1 মডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম 1 / 50 1. কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয়? a. SELECT ALL b. SELECT ALL * c. SELECT** d. SELECT* 2 / 50 2. ডেটাবেজে Yes/No ডেটার সাইজ কত বাইট? a. ৪ b. ১ c. ২ d. ৩ 3 / 50 3. ডেটা টেবিলের মধ্যে ব্যক্তির নাম কোন ধরনের ডেটা? a. Text b. Number c. Date/Time d. Address 4 / 50 4. একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ডেটাবেজে অ্যাট্রিবিউট হলাে রােল, নাম, বিভাগ, ঠিকানা এক্ষেত্রে প্রাইমারি কী কোনটি? a. রোল b. নাম c. ঠিকানা d. বিভাগ 5 / 50 5. যে রােল নম্বরগুলাে না পেয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা যা কোন পদ্ধতিতে? [দি, বাে, ২০১৩] a. কুয়েরি b. ইনডেক্সিং c. সটিং d. সার্চিং 6 / 50 6. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি? a. ছয়টি b. তিনটি c. দুটি d. চারটি 7 / 50 7. কোন কারণে সর্ট-এর তেমন ব্যবহার নেই? a. সব ফিল্ড সর্ট করা যায় না b. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে কম মেমোরি দখল করে c. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে বেশি মেমােরি দখল করে d. ডেটা সর্ট করার প্রয়ােজন হয় না 8 / 50 8. টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলাে খুঁজে নেয়ার জন্য কোন ধরনের কুয়েরি ব্যবহৃত হয়? [চি, বাে, ২০১৯] a. Select b. Parameter c. Action d. Crosstab 9 / 50 9. নিচের উদ্দীপকটি পড়—একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন।তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি? a. ইনডেক্সিং b. এনক্রিপশন c. সর্টিং d. কুয়েরি 10 / 50 10. কুয়েরি ভাষার উদাহরণ হচ্ছে--i. QBEii. SQLiii. QUELনিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i ও iii c. i,ii ও iii d. i 11 / 50 11. কোনো ডেটাবেজের আওতায় থাকতে পারে--1. এক বা একাধিক ডেটা টেবিল, কুয়েরিii. ফর্ম, রিপাের্টiii. ম্যাক্রো ও মডিউলনিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i ও iii c. i d. i,ii ও iii 12 / 50 12. ডেটাবেজ থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহৃত হয়? a. সিলেক্টিং b. জয়েনিং c. ইনডেক্সিং d. সর্টিং 13 / 50 13. Date of Admission ফিল্ডের জন্য মেমােরিতে কত বাইট জায়গা প্রয়ােজন? [চ, বাে. ২০১৯] a. 8 b. 4 c. 32 d. 2 14 / 50 14. রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে? [য, বাে, ২০১৭] a. Marshall McLuhan b. George Boole c. Karel Capek d. E.F. Codd 15 / 50 15. SQL এর সাহায্যে করা যায়–i. ডেটা অবজেক্ট তৈরিii. ডেটা কুয়াের।iii. ডেটা সন্নিবেশ নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i ও iii c. i,ii ও iii d. ii ও iii 16 / 50 16. ডেটাবেজে Field Property-এর বিভিন্ন অংশ হলো---i. Field Sizeii. Formatiii. Captionনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও ii c. i d. i ও iii 17 / 50 17. নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? [সি. বাে, ২০১৭] a. প্যারিটি বিট b. প্লেইন টেক্সট c. অ্যালগরিদম d. সাইফার টেক্সট 18 / 50 18. নিচের উদ্দীপকের আলোতে —ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন। এতে তার অনেক সমস্যা হয় সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। ডেটাবেজে কোনগুলাে একই অর্থে ব্যবহার করা হয়? [ম, বাে, ২০১৬) a. এনটিটি ও টেবিল b. টেবিল ও কলাম c. এনটিটি সেট ও টেবিল d. এট্রিবিউট ও ফিল্ড 19 / 50 19. ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি? [ঢা. বা. ২০১৬] a. এনক্রিপশন b. প্লেইন টেক্সট c. সর্টিং d. ইনডেক্সিং 20 / 50 20. নিচের কোনটি ফরেন কী? যখন একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Academic Year এবং অপর একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Marks, Grade. a. Roll b. Marks c. Academic Year d. Grade 21 / 50 21. কোনটি RDBMS নয়? a. DB-2 b. C++ c. SQL d. MySQL 22 / 50 22. সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের—[র, বো, ২০১৯]i.দক্ষতা বৃদ্ধি পাবেii.স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবেiii.সেবার মান কমবে পাবেনিচের কোনটি সঠিক? a. i ও ii b. i ও iii c. i,ii ও iii d. ii ও iii 23 / 50 23. Frontend Development হচ্ছে --- [য, বাে, ২০১৯] a. অপটিমাইজেশন b. রিপাের্ট c. কুয়েরি সম্পাদনা d. রিকভারি 24 / 50 24. DDL কমান্ড কোনটি? [চ, বাে, ২০১৯] a. Update b. Create c. Insert d. Select 25 / 50 25. কোন ধরনের ডেটাবেজ রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়? a. One to One b. One to Many c. Many to Many d. Many to One 26 / 50 26. ডেটাবেজের কুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা হয় কোন কুয়েরির মাধ্যমে? [য, বাে. ২০১৬] a. Action b. Crosstab c. Parameter d. Select 27 / 50 27. একই ধরনের ডেটা থাকে কোনটিতে? | [ঢা, বাে. ২০১৭] a. ফিন্ডে b. সম্পর্কযুক্ত ফিল্ডে c. কুয়েরি d. ডেটা টেবিলে 28 / 50 28. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে? a. মোবাইল b. পরীক্ষার ফি c. নাম d. ঠিকানা 29 / 50 29. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? a. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার b. স্প্রেডশিট সফটওয়্যার c. প্রেজেন্টেশন সফটওয়্যার d. ডেটাবেজ সফটওয়্যার 30 / 50 30. DMIS এর কাজ হলাে– [র, বো, ২০১৬)নতুন ডেটা অন্তর্ভুক্ত করাতথ্যের পুনঃপুন ব্যবহার বৃদ্ধি করাiii. পেটার নিৱাগতা নিশ্চিত করানিচের কোনটি সঠিক? a. i ও iii b. i ও ii c. i,ii ও iii d. i 31 / 50 31. নিচের উদ্দীপকের আলোতে —ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন। এতে তার অনেক সমস্যা হয় সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। উদ্দীপকে উল্লিখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার? [ঢা, বাে, ২০১৭] a. ওয়েবপেজ b. প্রােগ্রামিং c. ডেটাবেজ d. ওয়ার্ড প্রসেসিং 32 / 50 32. উদ্দীপকের ১নং টেবিলের ১নং ফিল্ডের বৈশিষ্ট্য হতে পারে–[ঢা. বাে, ২০১৬]i. ডুপ্লিকেট মান বিরুদ্ধii. ডেটা টাইপ অটো নাম্বার।iii. ইনডেক্সিং সুবিধা সম্বলিতনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i c. ii d. i ও iii 33 / 50 33. নিচের উদ্দীপকটি পড়একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রােল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।রােল নম্বর ফিল্ডটি হতে পারে –i. Text typeii. Numeric typeiii. Logicalনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii c. i d. i ও iii 34 / 50 34. একজন শিক্ষার্থীর বায়ােডাটাতে Photograph কোন ধরনের ডেটা--- [কু, বাে, ২০১৯] a. OLE Object b. Number c. Memo d. Hyperlink 35 / 50 35. ডেটাবেসে কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কি হয় ? a. ইনডেক্স ফাইল আপডেট হয় b. সর্ট করা ফাইল আপডেট হয় c. রেকর্ডগুলোর অ্যাড্রেস সাজানো হয় d. এ নতুন করে ইনডেক্স করতে হয় 36 / 50 36. ডেটাবেজ-এর প্রাণ হলাে— [মা, বাে, ২০১৭] a. ফাইল b. ফিল্ড c. রেকর্ড d. টেবিল 37 / 50 37. কুয়েরি হলো-- a. ডেটাবেজ ফাইল সংরক্ষণ করা b. ডেটাবেজ আপডেট রাখা c. ডেটাবেজ ফাইল সাজানাে d. ডেটাবেজ থেকে কিছু খুঁজে বের করা 38 / 50 38. Microsoft Access ডেটাবেজ উইন্ডাের ট্যাৰ হলাে- [সি. বে, ২০১৭]i. Tableii. Macrosiii. Design নিচের কোনটি সঠিক? a. i b. i ও ii c. i,ii ও iii d. i ও iii 39 / 50 39. প্রাইমারি ফিল্ডের ডেটাগুলাে কেমন হওয়া অত্যাবশ্যক? a. ক্রমানুযায়ী সাজানাে b. ইউনিক বা স্বতন্ত্র c. অটোনাম্বার d. লজিক্যাল 40 / 50 40. নিমের কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার? [রা. ব, ২০১৭] a. MS-Access b. MS-Power point c. MS-Excel d. MS-Word 41 / 50 41. কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজের লিংক করা যায়? a. OLE Object b. Lookup Wizard c. Memo d. Hyperlink 42 / 50 42. কোন সম্পর্কটি সঠিক? a. কুয়েরি বাছাই b. সার্ডিং খোঁজা c. ইনডেক্সিং সাজানো d. সার্ডিং শনাক্ত 43 / 50 43. সর্টিং হচ্ছে— [ক, বাে, ২০১০]i.ডেটাকে মানের উর্ধ্বক্রমে সাজানােii. ডেটাকে মানের নিম্নক্রমে সাজানােiii. ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানােনিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i ও ii c. i ও iii d. ii ও iii 44 / 50 44. কুয়েরি ব্যবহার করা হয় ?i. Data Inputii. Data Updateiii. Data Deleteনিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. i ও ii d. i,ii ও iii 45 / 50 45. নিচের কোনটি DBMS এর উদাহরণ? a. MS ACCESS b. MS DOS c. MS EXCEL d. C++ 46 / 50 46. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS-এর প্রধান কাজ হচ্ছে – [চ, বাে, ২০১৬]i. ডেটাবেজ তৈরি করাii. ডেটা এন্ট্রি ও সংরক্ষণ করাiii. রিপাের্ট তৈরি ও প্রিন্ট করানিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. i ও ii d. i 47 / 50 47. ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরি করা যায়- (ঢা, বাে, ২০১৬)i. বিশেষ অ্যাপ্লিকেশন প্রােগ্রাম।ii, ডেটা প্রদানের ইন্টারফেসiii. প্রয়ােজন অনুযায়ী প্রতিবেদন।নিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. i ও ii d. i ও iii 48 / 50 48. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজেসংরক্ষণ করা যায়।ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়নিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. i ও ii d. i ও iii 49 / 50 49. ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? [চ, বাে. ২০১৭] a. ৩২৪ b. ২৫৫ c. ৫১২ d. ৬৫৪ 50 / 50 50. "UPDATE" কোন কুয়েরির অন্তর্ভুক্ত? a. Parameter b. Crosstab c. Select d. Action Your score isThe average score is 2% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz