মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
66

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. NOR এর আউটপুট ০ (শূন্য) হবে, যখন-- [ঢা, বাে. ২০১১]
i. সবগুলাে ইনপুটে
ii. সবগুলাে ইনপুটে ০
iii. যে কোনাে একটি ইনপুটে

নিচের কোনটি সঠিক?

2 / 25

2. কোনাে সংখ্যা পদ্ধতির ভিত্তি হলাে--

3 / 25

3. সংখ্যা পদ্ধতির বিচারে 10 হলাে—-
i. বাইনারি
ii. অক্টাল
iii. হেক্সাডেসিমাল

নিচের কোনটি সঠিক?

4 / 25

4. (B6)₁₆ -এর সমতুল্য মান হলাে--
i.(182)₁₀
ii. (10110110)₂
iii. (266)₈
নিচের কোনটি সঠিক?

5 / 25

5. 16 ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?

6 / 25

6. -(42)₁₀ সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলাে-- [ব, বাে, ২০১৬]

i.প্রকৃত মান গঠন
ii. 1-এর পরিপূরক গঠন
iii, 2 এর পরিপূরক গঠন

নিচের কোনটি সঠিক?

7 / 25

7. যে লজিক বর্তনী আলফানিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কী বলে? [ব, বাে, ২০১৭]

8 / 25

8. সর্টিং হচ্ছে— [ক, বাে, ২০১০]
i.ডেটাকে মানের উর্ধ্বক্রমে সাজানাে
ii. ডেটাকে মানের নিম্নক্রমে সাজানাে
iii. ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানাে
নিচের কোনটি সঠিক ?

9 / 25

9. এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযােগ্য--

10 / 25

10. উদ্দীপকের আলোতে--
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

উদ্দীপকের নেটওয়ার্ক টপােলজিটি কি?

11 / 25

11. ব্যান্ডউইথ কী?

12 / 25

12. WAN নেটওয়ার্ক মূলত একটি
i. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।
ii. শহরকেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থা
iii. নিকটবর্তী নেটওয়ার্ক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

13 / 25

13. HD ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

14 / 25

14. ‘কিউরিসিটি' নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানাে হয়েছে?

15 / 25

15. ২০১৮ সালে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি বাণিজ্যের পরিমাণ কত?

16 / 25

16. গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কী ?

17 / 25

17. জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়ােগে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি কি নামে পরিচিত ?

18 / 25

18. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]
উদ্দীপকে কোন বিষয় সম্পর্ক বলা হয়েছে ?

19 / 25

19. উদ্দীপকের আলোতে
পীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।

চিকিৎসাসেবা প্রদানের এ পদ্ধতিকে কি বলে ?

20 / 25

20. কোনটি ক্রায়ােসার্জারির সাথে সম্পর্কিত ?

21 / 25

21. && কোন ধরনের লজিক্যাল অপারেটর—

22 / 25

22. নিচের উদ্দীপকটি পড়— [সি, বাে-১৯]
#include mari ().
int a, b;
b = 50; a = 5% 25;
printf ("%d",a);

প্রােগ্রামটির আউটপুট কত?

23 / 25

23. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দীপকে উ সমস্যার কারণ কোনটি?

24 / 25

24. কম্পিউটারের প্রাণ কোনটি ?

25 / 25

25. নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না?
i.
ii.
iii.
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleকম্পিউটার সম্পর্কিত