মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. C ভাষার চলকগুলাে লক্ষ কর–
i. student_name
ii. student name
iii student@ name
নিচের কোনটি সঠিক?

2 / 25

2. C ভাষায় লাইব্রেরি ফাংশন হলাে— [ঢা. বাে.-১৯]
i. printf()
ii. scanf()
iii. add ()
নিচের কোনটি সঠিক?

3 / 25

3. মেশিন ভাষা—-
i.অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়।
ii.যন্ত্রের ওপর নির্ভরশীল থাকে
iii.তাড়াতাড়ি প্রােগ্রাম লেখা যায়।
নিচের কোনটি সঠিক?

4 / 25

4. for (i=2;i<=5;i++) {if(i===3) printf("Welcome to University!")} এই প্রােগ্রাম আংশটিতে ‘print()’ স্টেট কতবার এক্সিকিউট হবে?

5 / 25

5. কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ?

6 / 25

6. ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি?

7 / 25

7. উদ্দীপকের আলোতে--
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে ,
যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে ।
প্রতিষ্ঠানটি সাফল্য দেশে--
i.অর্থনৈতিক উন্নয়ন হবে
ii. জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে
iii. ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে

নিচের কোনটি সঠিক?

8 / 25

8. গােপনে এক দুষ্কৃতকারী Mirpur NH Alim Madrasha এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল । কিন্তু কোনো ক্রমেই সে তথ্য ওপেন করতে পারলাে না কিংবা নিয়েও তা ওপেন করতে
বার্থ হলো ।

দুষ্কৃতকারীর কর্মকান্ডটি হচ্ছে--

9 / 25

9. GIS-এর অর্থ কী?

10 / 25

10. মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯]

i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে
ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক ?

11 / 25

11. কর্মসংস্থানের জন্য বর্তমানে-
১. ঘরে বসেই কাজ পাওয়া যায়
২. ইন্টারনেট সুবিধা পাওয়া যায়
৩. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়

12 / 25

12. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেখানো হয়েছে ?

13 / 25

13. কোনটি বায়ােমেট্রিক্স-এ ব্যবহৃত হয়?

14 / 25

14. উদ্দীপকের আলোতে
ডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ।

বন্ধুর চিকিৎসায় ব্যাবহৃত পদ্ধতির প্রভাবে --- [য. বো. ২০১৯]

i. পার্শ্ব-পতিক্রিয়া কম হবে ii. রোগীর ব্যথা কম হবে
iii. সুস্থ হতে সময় কম লাগবে

নিচের কোনটি সঠিক ?

15 / 25

15. কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কত সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নির্দেশনা প্রণয়ন করে?

16 / 25

16. হাসিব অনেক সময় নিয়ে একটি মাদ্রাসার ওয়েবসাইট তৈরি
করলেন। ওয়েবসাইটটিতে মাদ্রাসার যাবতীয় তথ্য বিন্যস্ত করে ছবির জন্য নতুন অ্যালবাম নামে একটি পেজ বানালেন। হাসিবের কাজকে কী বলা হয়? [ম. বাে-১৭]

17 / 25

17. ওয়েব ব্রাউজার হলাে–- [কু, বাে-১৭]
i. গুগল ক্রোম
ii. সাফারি
iii. ইউটিউব

নিচের কোনটি সঠিক?

18 / 25

18. ইউসুফ একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়ােজনীয় ছবি ও কার্টুন যুক্ত করল।

উসুফের কাজ কি বলা হয় ?

19 / 25

19. কোনটি ডেটা বেজের সবচেয়ে বড় ডেটা টাইপ?

20 / 25

20. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA = 5.00, তাদের তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECT NAME FROM S পরের অংশ কোনটি?

ডেটাবেজে SQL টেবিলে নতুন রেকর্ড সংযােজনে স্টেটমেন্ট ব্যবহার করা যায়?

21 / 25

21. টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোন ধরনের? [দি. বে. ২০১৭]

22 / 25

22. ডেটাবেজ-এর প্রাণ হলাে— [মা, বাে, ২০১৭]

23 / 25

23. NAND গেইটের তৈরীতে কোন গেট ব্যাবহৃত হয় ?

24 / 25

24. Y = (A + B)(A + B) এর সরলীকৃত মান কত ?

25 / 25

25. ABC এর পূর্বের ও পরের সংখ্যার যােগফল কোনটি?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleকম্পিউটার সম্পর্কিত