ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ,ঢাকা, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য কর্ম, গবেষণা প্রতিবেদন, সম্পাদনা কর্ম

ইত্যাদি হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকে বলে-

২. DNA Analysis এর জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
৩. বাইনারি সংখ্যা ১১১১১ এর পরের সংখ্যাটি কত?
৪. বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?
৫. C ভাষায় লেখা প্রোগ্রামকে কী কোড বলা হয়?

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:

main ( )

{

int n:

Scanf (“%d”,& n);

printf (“%d”,Sqrt(n));

}

৬. উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপের জন্য কত বাইট মেমোরি প্রয়োজন?

৭. উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল হলো-

i.Stdio.h

ii. Conio.h

iii.math.h

নিচের কোনটি সঠিক?

F=A+AB+AB হলে F এর সরলীকৃত মান কত?
৯. কোনটি মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিট করে?
১০. কোন যোগাযোগ প্রযুক্তিটি শুধুমাত্র ১০মিটার দূরত্বের মধ্যে একাধিক ডিভাইসে তথ্য আদান-প্রদান করে?

১১. সামাজিক যোগাযোগ ওয়েবসাইট হলো-

i. Twitter

ii. Youtube

iii. Facebook

নিচের কোনটি সঠিক?

১২. কোনটি ফরমেটিং ট্যাগ?

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।

সোহান একটি ওয়েব সাইট তৈরি করল। যাতে পেজগুলো বহুস্তরে বিন্যস্ত এবং সাইটটি আকর্ষণীয় করার জন্য ছবিও সংযুক্ত করা হয়েছে।

১৩. সোহানের ওয়েবসাইটের কাঠামো হলো-

১৪. সোহানের ওয়েবসাইটে সংযুক্ত ছবির নামে থাকতে পারে-

i. .jpg

ii. .png

iii. .bmp

নিচের কোনটি সঠিক?

১৫. ওয়েবসাইট পাবলিশিং এ অবশ্যই প্রয়োজন-

i. ডোমেইন নেইম রেজিস্ট্রেশন

ii. ওয়েব সার্ভার পেইজ হোস্টিং

iii. সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্ত করা

নিচের কোনটি সঠিক?

১৬. ডেটাবেজের ভিত্তি কোনটি?

১৭. একটি কলেজের টিচার্স ইনফরমেশন টেবিলে শিক্ষকের নাম, আইডি নং যোগদানের তারিখ, মোবাইল নং এ চারটি ফিল্ড আছে। চারটি ফিল্ডের মধ্যে আইডি নং ফিল্ড হতে পারে-

i. Text/Character

ii. Numeric/Number

iii. Auto Number

নিচের কোনটি সঠিক ?

১৮. 3G মোবাইলের বিশেষ সুবিধা কোনটি?

১৯. মিজান সাহেব তার মতিঝিলের হেড অফিসে বসে সাভার ও মিরপুর শাখার সাথে তথ্য আদান-প্রদানের জন্য কম্পিউটারসমূহের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করলেন।

এক্ষেত্রে কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করা হলো?

 নিচের লজিক চিত্রটি লক্ষ কর এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও : ২০. ঢ এর মান কোনটি?
X=1 পেতে হলে A ও B এর মান হবে-
২২. নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?
২৩. পলিমরফিজম নিচের কোন ভাষার বৈশিষ্ট্য?
S=a*b/c=d এই এক্সপ্রেশনটিতে কয়টি অপারেটর আছে?
২৫. ডেটাবেজে নতুন ফিল্ড সংযোজন করতে কোন অপশন Click করতে হয়?
Previous articleমাইলস্টোন কলেজ,উত্তরা,ঢাকা, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleঢাকা কলেজ,ঢাকা, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।