কুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
0 votes, 0 avg
64
Created by Liaquat Talukder

কুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 19

1. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]

উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণ ?
১. সংবাদপত্রের
২. তথ্য প্রযুক্তির
৩. ইন্টারনেট প্রযুক্তির

2 / 19

2. উদ্দিপকটি পড় এবং নিচের  প্রশ্নের উত্তর দাওঃ

অসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।

অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে-
১. ক্লাসের অনুপস্থিতি
২. তথ্য প্রযুক্তির ব্যবহার
৩. ই-লার্নিং সিস্টেম

3 / 19

3. বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন-
(ঢা-16, কু-16)

4 / 19

4. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো -[ব.-2016]
1. কানেকটিভিটি
2. ডেটা
3. সক্ষমতা

5 / 19

5. বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ?

6 / 19

6. কর্মসংস্থানের জন্য বর্তমানে-
১. ঘরে বসেই কাজ পাওয়া যায়
২. ইন্টারনেট সুবিধা পাওয়া যায়
৩. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়

7 / 19

7. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]
উদ্দীপকে কোন বিষয় সম্পর্ক বলা হয়েছে ?

8 / 19

8. বিশ্বগ্রাম বলতে বোঝায়?
(ব-16)
(1)রিয়েল টাইম বিনিময়
(2)তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
(3) বিশ্বের গ্রামসমুহের আন্তঃসর্ম্পক

9 / 19

9. নিচের উদ্দিপকের আলোকে ৯ও১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
মহন সাহের একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহন করেন। [দি. ২০১৬]

উদ্দিপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রমত ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো-
১. শিক্ষা ক্ষেত্রে
২. গোয়েন্দা নজরদারিতে
৩. সামাজিক যোগাযোগে

10 / 19

10. ফ্রিল্যান্সার কে ?

11 / 19

11. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় ?

12 / 19

12. কোন উপাদানটি Global Village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূূর্ণ ?
[য-17]

13 / 19

13. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাওঃ
আবির  নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল  নতুন জাতের গমের চাষাবাদ, পন্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে।
উদ্দিপকে আবিরের আয়ের উৎসটি কী ?

14 / 19

14. উদ্দিপকটি পড় এবং উত্তর দাওঃ

অসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।

উদ্দিপকে অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহন করেছে?

15 / 19

15. আউটসোসিং কী ?

16 / 19

16. বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি ?

17 / 19

17. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা -
১. একে অপরের ছবি দেখতে পারে
২. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পারে
৩. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

18 / 19

18. নিচের উদ্দিপকের আলোকে ৯ও১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
মহন সাহের একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহন করেন। [দি. ২০১৬]

মহন সাহেবের তথ্য ও প্রযুক্তি ব্যবহার কোন ধরনের কর্মকান্ড ?
১. ইতিবাচক
২. কার্যকরী
৩. সময়োপযোগী

19 / 19

19. বিশ্বগ্রাম ধারনার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত ?
{ঢা-2016}

Your score is

The average score is 25%

0%

Previous articleকুইজ-17 (401থেকে 425 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং