মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান-প্রদানের জন্য কোন ধরনের টপােলজি ব্যবহার করেছেন?

2 / 50

2. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়?

3 / 50

3. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে ধরনের ট্রান্সমিশন হয়, তা হচ্ছে--
i. সিনক্রোনাস
ii. ন্যারােব্যান্ড
iii. ফুল-ডুপ্লেক্স।

নিচের কোনটি সঠিক?

4 / 50

4. বিট সিনক্রোনাইজেশন হচ্চে--
১. বিট প্রেরণের সম্নমিত পদ্ধতি
২. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা
৩. ব্যান্ড উইথের পরিমান বৃদ্দি পাওয়া
নিচের কোনটি সঠিক?

5 / 50

5. EC2 কোন কোম্পানির অবকাঠামাে সেবা?

6 / 50

6. নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-- [দি.বাে, ২০১৭]

i. ক্যাবল ব্যবহারের মাধ্যমে।
ii. স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে
iii. রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

7 / 50

7. উদ্দীপকের আলোতে
দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌছায় না।

রাকিব সাহেবের ব্যাবহৃত ক্যামেরা নিচের কোনটিকে সমর্থন করেন ? [ম.বো.২০১৯]

8 / 50

8. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলাে-

9 / 50

9. নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রযােজ্য?

10 / 50

10. মিনিট ও ঘন্টার হিসাব করা হয় কত দিয়ে?

11 / 50

11. 5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? [চ.বো, ২০১৭]

12 / 50

12. উদ্দীপকটি পড়
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন । এবং তার থেকে কিছু অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সরাসরি কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব--
i. স্বল্প ডিভাইসে অধিক সেবা
ii. গ্রাহকদের সাথে সহজ যােগাযােগ
iii. ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম

নিচের কোনটি সঠিক ?

13 / 50

13. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি ?

14 / 50

14. সুইচে সর্বাধিক কয়টি পাের্ট থাকে?

15 / 50

15. কিসের জন্য তারবিহীন মাধ্যমে কোন তারের প্রয়ােজন হয় না?

16 / 50

16. কোন টপােলজিতে দুটি টার্মিনেটর থাকে?

17 / 50

17. সৃষ্ট নেটওয়ার্কের সুবিধা কী? [ম, বাে. ২০১৯]

18 / 50

18. একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে?

19 / 50

19. ডেটা কমিউনিকেশনে রিসিভার হিসেবে কাজ করে
i. মডেম
ii.মোবাইল
iii.টেলিফোন এক্সচেঞ্জ
নিচের কোনটি সঠিক ?

20 / 50

20. ৩য় প্রজন্মের ডেটা ট্রান্সফারের রেট কত ছিল?

21 / 50

21. এ ধরনের আলােচনায় আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা কী?

22 / 50

22. HD ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

23 / 50

23. উদ্দীপকের আলােকে
কবির সাহেব ৫০০ জিবি হার্ডডিস্ক সম্বলিত একটি কম্পিউটার ব্যবহার করেন। হার্ডডিস্ক নষ্ট হয় এটা জানতে পেরে তিনি তার
কম্পিউটারে রাখা তথ্যগুলাে নিয়ে উদ্বিগ্ন।

কবির সাহেবের জন্য অর্থনৈতিক ও তথ্যের নিরাপত্তা বিবেচনায় সর্বোত্তম পদ্ধতি কোনটি?

24 / 50

24. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়?

25 / 50

25. ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়-

26 / 50

26. কমিউনিকেশনকে কার্যকর করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

27 / 50

27. ডেটা স্থানান্তরের হারকে বলে-

28 / 50

28. Amazon, Microsoft এগুলাে কোন ক্লাউডের অন্তর্ভুক্ত?

29 / 50

29. নিচের উদ্দীপকটি পড়
একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে
প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকে প্রিন্টিং-এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলাে- [দি, বাে.-২০১৯]

30 / 50

30. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

31 / 50

31. কোন সময় রােমিং সিস্টেম চালু হয়?

32 / 50

32. কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়?

33 / 50

33. কৃতিম উপগ্রহের মাধমে সিংনাল আদান প্রদান করা হয় কোনটির ?

34 / 50

34. বাণিজ্যিকভাবে 3G চালু হয় কবে থেকে--

35 / 50

35. কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ--

36 / 50

36. bps এর পূর্ণরূপ কী? [য বাে, ২০১৭]

37 / 50

37. ক্লাউড কম্পিউটিং-এর সুফল কোনটি? [দি, বাে, ২০১৬]

38 / 50

38. ক্লাউড কমপিউটিং বলতে বুঝায়--

39 / 50

39. কোন প্রজন্মের মােবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?

40 / 50

40. যখন কপার ওয়্যারসমূহ টুইটেস্ট করা হয়, তখন কি ফলাফল হয় ?

41 / 50

41. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ?

42 / 50

42. নিচের উদ্দীপকটি পড়

‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলাে একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলােকে পরস্পরের সাথে সংযােগের ব্যবস্থা করলেন।

কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে-- [ব. বাে, ২০১১]
i. হার্ডওয়্যার।
ii. সফটওয়্যার
iii. ইনফরমেশন।

নিচের কোনটি সঠিক?

43 / 50

43. পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত একাধিক কম্পিউটারের মধ্যে কোন নেটওয়ার্ক গঠিত হয়?

44 / 50

44. নেটওয়ার্ক ডিভাইস সমূহের সাধারণ সংযােগ পয়েন্টের নাম কি?

45 / 50

45. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কম্পিউটারে প্রাইমারি স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়--
i. CPU মেমোরি
ii. ক্যাশ মেমােরি।
iii. RAM
নিচের কোনটি সঠিক ?

46 / 50

46. ডেটা সংঘর্ষ এড়ানাের জন্য সুইচ প্রতিটি কম্পিউটারের কী ব্যবহার করে?

47 / 50

47. রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মােবাইলে ব্যবহৃত হয়?

48 / 50

48. Micro Wave মাধ্যমকে কয়টি ভাগে ভাগ করা যায়?

49 / 50

49. ওয়েব ব্রাউজিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

50 / 50

50. নেটওয়ার্কটি কোন ধরনের টপােলজি? [সি.বাে, ২০১৭]

Your score is

The average score is 10%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস