নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও।
নাবিল সাহেবের একটি গাড়ি তৈরির কারখানা আছে। সম্প্রতি তিনি কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কারখানাতে একটি বিশেষ ব্যবস্থা চালু করেন। গাড়ি তৈরির বিভিন্ন কাজে তিনি একটি নতুন যন্ত্র স্থাপন করেন।
৪. উদ্দীপকের বিশেষ ব্যবস্থাটি কী ধরনের প্রযুক্তি ?
৫. উদ্দীপকের নতুন যন্ত্রটি করে-
i. ঝুঁকিপূর্ণ কাজ
ii. কর্মী শনাক্তকরণ
iii. ভারী যন্ত্রাংশ পরিবহন
নিচের কোনটি সঠিক?
৯. তারবিহীন নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন-
i. রেডিও ওয়ভ
ii. বেস স্টেশন
iii. এন্টেনা
নিচের কোনটি সঠিক?
(37)8 এর পরের সংখ্যা কোনটি?
NAND গেইট গঠিত হয়-
i.AND
ii.OR
iii.NOT
নিচের কোনটি সঠিক?
Y এর মান 1 হলে যদি-
i.A=0,B=1
ii.A=0,B=0
iii.A=1,B=0
নিচের কোনটি সঠিক?
১৭. হোমপেজ দেখার জন্য আবশ্যক-
i. ওয়েব ব্রাউজার
ii. সার্চ ইঞ্জিন
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও।
main ( )
{
int n;
scanf("%d",&n);
}
২০. উদ্দীপকের ব্যবহৃত ডেটা টাইপ কোনটি?
২১. উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি?
i.stdio.h
ii. conio.h
iii. math.h
নিচের কোনটি সঠিক?
২৫. সর্টিং হচ্ছে-
i. ডেটাকে মানের উর্ধ্বক্রমে সাজানো
ii. ডেটাকে মানের নি¤œক্রমে সাজানো
iii. ডেটাকে দৈর্ঘ্যরে ভিত্তিতে সাজানো
নিচের কোনটি সঠিক?