Site icon hscict.com.bd

মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড়,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?
২. 'Robot' শব্দটির প্রবক্তা কে?
৩. ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও।

নাবিল সাহেবের একটি গাড়ি তৈরির কারখানা আছে। সম্প্রতি তিনি কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কারখানাতে একটি বিশেষ ব্যবস্থা চালু করেন। গাড়ি তৈরির বিভিন্ন কাজে তিনি একটি নতুন যন্ত্র স্থাপন করেন।

৪. উদ্দীপকের বিশেষ ব্যবস্থাটি কী ধরনের প্রযুক্তি ?

৫. উদ্দীপকের নতুন যন্ত্রটি করে-

i. ঝুঁকিপূর্ণ কাজ

ii. কর্মী শনাক্তকরণ

iii. ভারী যন্ত্রাংশ পরিবহন

নিচের কোনটি সঠিক?

৬. ভয়েস ব্যান্ড-এর সর্বোচ্চ গতি কত?
ISP এর পূর্ণনাম-
EMI এর পূর্ণনাম?

৯. তারবিহীন নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন-

i. রেডিও ওয়ভ

ii. বেস স্টেশন

iii. এন্টেনা

নিচের কোনটি সঠিক?

১০. আলফানিউমেরিক কোড কয়টি?

(37)8 এর পরের সংখ্যা কোনটি?

NAND গেইট গঠিত হয়-

i.AND

ii.OR

iii.NOT

নিচের কোনটি সঠিক?

১৩. উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য?

Y এর মান 1 হলে যদি-

i.A=0,B=1

ii.A=0,B=0

iii.A=1,B=0

নিচের কোনটি সঠিক?

১৫. এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি?
১৬. নিচের কোনটি ফর্ম ট্যাগ?

১৭. হোমপেজ দেখার জন্য আবশ্যক-

i. ওয়েব ব্রাউজার

ii. সার্চ ইঞ্জিন

iii. ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

১৮. প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের চিহ্ন কোনটি?
১৯. C প্রোগ্রামের কাঠামো সিকুয়েন্স কোনটি?

নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও।

main ( )

{

int n;

scanf("%d",&n);

}

২০. উদ্দীপকের ব্যবহৃত ডেটা টাইপ কোনটি?

২১. উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি?

i.stdio.h

ii. conio.h

iii. math.h

নিচের কোনটি সঠিক?

২২. রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে?
২৩. ডেটাবেজের কুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা হয় কোন কুয়েরির মাধ্যমে?
২৪. শর্তসাপেক্ষে ডেটাবেজ থেকে কোন ডেটা খুঁজে বের করাকে কী বলা হয়?

২৫. সর্টিং হচ্ছে-

i. ডেটাকে মানের উর্ধ্বক্রমে সাজানো

ii. ডেটাকে মানের নি¤œক্রমে সাজানো

iii. ডেটাকে দৈর্ঘ্যরে ভিত্তিতে সাজানো

নিচের কোনটি সঠিক?

মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড়,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Exit mobile version