মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

কোন ওয়েবসাইট কাঠামােতে যে কোনাে পেইজ থেকে সরাসরি হোম পেইজে যাওয়া যায়?

2 / 50

প্রােটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? [কু, বাে, ২০১৯]

3 / 50

ওয়েবসাইট সার্চের মাধ্যমে কোন ধরনের রিসাের্স শেয়ার বেশি করা যায়?

4 / 50

কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ?

5 / 50

নেটওয়ার্ক টপােলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়--
i. সক্রিয় হাব
ii, নিষ্ক্রিয় হাব
ii. সুইচ

নিচের কোনটি সঠিক?

6 / 50

কীভাৰে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে ?

7 / 50

হাইব্রিড নেটওয়ার্ক কিসের সমন্বয়ে গঠিত?

8 / 50

নিচের উদ্দীপকটি পড়

‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলাে একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলােকে পরস্পরের সাথে সংযােগের ব্যবস্থা করলেন।

কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে-- [ব. বাে, ২০১১]
i. হার্ডওয়্যার।
ii. সফটওয়্যার
iii. ইনফরমেশন।

নিচের কোনটি সঠিক?

9 / 50

উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু
যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?

10 / 50

সুমেরিয়-ব্যাবিলনীয় সংখ্যা কত ভিত্তিক ছিল?

11 / 50

Wi-max এর প্রধান কয়টি অংশ?

12 / 50

কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

13 / 50

হার্ডওয়্যার রিসাের্স শেয়ারে প্রিন্টারটি কীসের সাথে সংযুক্ত থাকে?

14 / 50

VSAT কোথায় স্থাপন করা হয় ?

15 / 50

কোনটি C ভাষায় ফাংশন নির্দেশ করে?

16 / 50

অনুচ্ছেদটি পড়
সি প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয়। যেমন- +, -, (), *, / প্রভৃতি ক্যারেক্টার হলাে অপারেটর। তাছাড়া ANSI এর মান অনুযায়ী সি ল্যাঙ্গুয়েজে ৩২টি কীওয়ার্ড আছে।
সি প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজের কীওয়ার্ড হলাে—
i. auto
ii. Double
iii. union
নিচের কোনটি সঠিক?

17 / 50

Float type চলকর জন্য মেমোরিতে কত বাইট জায়গায় প্রয়োজন হয় ?

18 / 50

#include
main (
int a = 3, b;
b = 2* a;
printf("%d", b);
}

উদ্দীপকের প্রােগ্রামটি রান করলে b এর মান কত হবে?

19 / 50

–54 এর 2 এর পরিপূরক কত?

20 / 50

১৬ ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?

21 / 50

x = y = 0 হলে x + y = কত?

22 / 50

বুলিয়ান আলজেব্রার ভিত্তি হলো--

23 / 50

কোনটি 10₂ + 10₈ + 10₁₀ + 10₁₆ এর ডেসিমাল মান নির্দেশক?

24 / 50

NAND গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত ?

25 / 50

বুলিয়ান আলজেবরার প্রত্যেক চলকের কয়টি মান থাকে ?

26 / 50

বাইনারি সংখ্যার MSB এর সাইনের জন্য নির্ধারিত চিহ্নটি কত হলে সংখ্যাটি পজিটিভ হবে?

27 / 50

EFF এর পরের সংখ্যাটি কত? [সি. বাে. ২০১৯]

28 / 50

101₂ + 100₂ = ?

29 / 50

MSD দ্বারা কী বুজায় ?

30 / 50

উদ্দীপকটি পড়
সমগ্র পৃথিবীর এখন একটি গ্রামে পরিণত হয়েছে । এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখ-দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করেছে ।

উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে ?

31 / 50

ক্রায়ােসার্জারির সুবিধা হলাে—
i. এতে রােগীর ঝুঁকি কম
ii. ব্যথানাশক ব্যবহৃত হয় না।
iii. কাটাছেড়ার প্রয়ােজন কম।
নিচের কোনটি সঠিক?

32 / 50

আউটসোর্সিং সম্পর্কিত বিষয় কোনটি ?

33 / 50

মানুষ চাঁদে অবতরণ করে কত সালে?

34 / 50

মহাকাশ অভিযানের জন্য একটি মহাকাশযানকে ঘণ্টায় কত গতিবেগ অর্জন করতে হয়?

35 / 50

SWIFT কী ?

36 / 50

আউটসোর্সিং কী ?

37 / 50

বঙ্গবন্ধু-১ কোন ধরনের স্যাটেলাইট?

38 / 50

রোবট ব্যাবহৃত হয় ?
i. বাসবাড়ির গৃহস্থালী কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
iii. খনির অব্যন্তরীণে
নিচের কোনটি সঠিক ?

39 / 50

জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়ােগে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি কি নামে পরিচিত ?

40 / 50

এ যাবৎ আইপিও র মাধমে বিশ্বের সর্বোচ্চ অর্থসংগ্রহকারী কোম্পানি আলিবাবা যে ব্যাবসার সাথে জড়িত--

41 / 50

উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে-
১. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে
২. রোগীর ব্যথা কম হবে
৩. সুস্থ হতে সময় কম  লাগে

42 / 50

ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর কুফল হলো --
i. অতি নির্ভরতা
ii. জটিল ব্যবহারবিধি
iii. আসক্তি

নিচের কোনটি সঠিক ?

43 / 50

ক্রায়ােসার্জারিতে অভিজ্ঞ করে তুলতে নিচের কোন প্রযুক্তির সহায়তা নেয়া হয়?

44 / 50

কোনটি নতুন পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়ােজন?

45 / 50

প্রযুক্তি দ্বারা ক্ষতিগ্রস্থ বিপন্ন পেশার তালিকায় শীর্ষে রয়েছে নিম্নের কোনটি ?

46 / 50

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ---

47 / 50

জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে--
i. শিল্পক্ষেত্রে
ii. কৃষিক্ষেত্রে।
iii. চিকিৎসাক্ষেত্রে
i. চিকিৎসাক্ষেত্রে
নিচের কোনটি সঠিক ?

48 / 50

Insert ও Update কমান্ড SQL এর কোন সুবিধার অন্তর্ভুক্ত?

49 / 50

নিচের উদ্দীপকের আলোতে —
ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন। এতে তার অনেক সমস্যা হয় সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়।

উদ্দীপকে উল্লিখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার? [ঢা, বাে, ২০১৭]

50 / 50

শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে? [বি. বাে, ২০১৬]

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)