মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

নিচের উদ্দীপকটি পড়
একটি রুমে থাকা ল্যাপটপগুলাে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক হবে কোনটি? [ঢা. বাে, ২০১৭]

2 / 50

রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মােবাইলে ব্যবহৃত হয়?

3 / 50

উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

একই সময় যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন-- [কু.বো ২০১৬]
i.মোবাইল
ii.রেডিও
iii.ওয়াকী-টকি

নিচের কোনটি সঠিক ?

4 / 50

কয়েকটি একই প্রটোকলবিশিষ্ট ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি?

5 / 50

কৃতিম উপগ্রহের মাধমে সিংনাল আদান প্রদান করা হয় কোনটির ?

6 / 50

কোন IEEE টি Wi-Fi স্ট্যান্ডার্ড [দি, বাে. ২০১৬ রা. বাে. ২০১৭]

7 / 50

0.5 Mbps ব্যান্ডউইথ পাওয়া যায়, এমন সার্ভিসগুলাে হলাে –
i. স্ট্রিমিং মিউজিক
ii. স্ট্রিমিং মুভি
iii. ভিওআইপি ফোন কল
নিচের কোনটি সঠিক ?

8 / 50

ন্যাকােব্যান্ড বলা হয় -
i. 256 bps
ii. 48 bps
iii. 52 Kbps

নিচের কোনটি সঠিক?

9 / 50

রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি?

10 / 50

ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি? [ঢা. বা. ২০১৬]

11 / 50

সটিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে---
i Text
ii. Currency
li. OLE Objects

নিচের কোনটি সঠিক?

12 / 50

ডেটা ইনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি?

13 / 50

নিচের উদ্দীপকের —
রনি তার দোকানের দৈনিক হিসাব লিখেন। এতে তার অনেক সময় ও ব্যবসায় ক্ষতি হয়। সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞের পরামর্শে DBMS ব্যবহারের সিদ্ধান্ত নেন।

বেতন ২০,০০০ টাকার অধিক বুঝাতে কোনটি ব্যবহার করতে — [য. বাে, ২০১৬]

14 / 50

যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে —

i. ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন
ii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়
iii. ডেটা খুঁজে বের করা সময়সাপেক্ষ

নিচের কোনটি সঠিক?

15 / 50

নিচের উদ্দীপকটি পড় —
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেজসমূহ বহুস্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ
গ্রহণ করল।

ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি?

16 / 50

নিচের কোনটি HTML এর link tag?

17 / 50

HTML---
i. শেখা সহজ
ii. কেস সেনসিটিভ
iii. রক্ষণাবেক্ষণ সহজ

নিচের কোনটি সঠিক?

18 / 50

ওয়েবপেজ এর সমস্যা সমাধানের জন্য উপযােগী ভাষা হলাে--
i. ASP
ii. PHP
iii. JSP
নিচের কোনটি সঠিক ?

19 / 50

C প্রােগ্রামের ভাষায় লুপ নিয়ন্ত্রণের উপায়গুলাে হচ্ছে—
i. for
ii. do while
iii. array
নিচের কোনটি সঠিক?

20 / 50

#include
main (
int a = 3, b;
b = 2* a;
printf("%d", b);
}

উদ্দীপকের প্রােগ্রামটি রান করলে b এর মান কত হবে?

21 / 50

নিচের উদ্দীপকটি পড়
#include
main(){
int m
printf("Enter your marks");
scanf("%d", &m);
printf("%d.",&m);
}
উদ্দিপকের স এর জন্য কত বাইট জায়গা প্রয়োজন?

22 / 50

OPS5 কোন প্রজন্মের ভাষা?

23 / 50

অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা ?

24 / 50

NOMAD কোন প্রজন্মের ভাষা?

25 / 50

নিচের উদ্দীপকটি পড়—
প্রােগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম এনালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রােগ্রাম কীভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলােকে প্রােগ্রাম রচনা শুরু করল।
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির বৈশিষ্ট্য হলাে–

i. জ্যামিতিক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রােগ্রামের পরিকল্পনা
ii. প্রােগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায়
iii. ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?

26 / 50

কম্পিউটারের প্রাণ কোনটি ?

27 / 50

E-GP এর পূর্ণরূপ কী ?

28 / 50

নিচের অনুচ্ছেদটি পড়
ববি দিনের বেশিরভাগ সময়ই মােবাইল ফোনে গেমস খেলে এমনকি রাত জেগেও সে মােবাইল ফোন ব্যবহার করে।

ববির এ অভ্যাসকে কি বলে ?

29 / 50

কোনটি বায়ােইনফরমেটিক্স-এর মূল উদ্দেশ্য--

30 / 50

কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়ােগ করে ফলাফল দেখাকে কি বলে?

31 / 50

E-Commerce-এর সাথে সম্পর্কিত শব্দ হলাে--
i.ক্রেডিট কার্ড
ii. ডেবিট কার্ড
iii. আইডেন্টিটি কার্ড

নিচের কোনটি সঠিক?

32 / 50

মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যেমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ?

33 / 50

মানুষকে ইউনিক হিসাবে শনাক্তকরণ প্রযুক্তি হলো-- [ম.বো.২০১৬]

34 / 50

www.khanacademy.org কি সংক্ৰান্ত ওয়েবসাইট ?

35 / 50

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের প্রকাশিত পাঠ্যপুস্তুক ওয়েবসাইট থেকে কোন আকারে ডাউনলোড করতে হয় ?

36 / 50

বিশ্বগ্রাম সৃস্টির দ্বার উন্মেচিত হয়েছে কোন প্রযুক্তির ক্রমোন্নয়নের কারণে ?

37 / 50

উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---
i. ব্যাপক আর্থিক বিনিয়োগ
ii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবল
iii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস

নিচের কোনটি সঠিক ?

38 / 50

ক্রায়ােসার্জারির ক্ষেত্রে সমন্বিতভাবে ব্যবহৃত হয়-
i. প্রােপেন।
ii. অ্যালকোহল
iii. ডাইমিথাইল ইথার

নিচের কোনটি সঠিক?

39 / 50

মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯]

i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে
ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক ?

40 / 50

কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?

41 / 50

(78)₁₀ এর BCD মান কত?

42 / 50

বাইনারি পদ্ধতিতে ভাগ করা হয় কীভাবে?

43 / 50

হাফ অ্যাডারের ক্ষেত্রে থাকে –
i. ২টি আউটপুট
ii. ২টি ইনপুট
iii. ৩টি ইনপুট

নিচের কোনটি সঠিক?

44 / 50

BCD এর পূর্ণরূপ--

45 / 50

৪১. পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়ােজন
i. অঙ্কের নিজস্ব মান
ii. সংখ্যাটির বেজ
iii. অঙ্কের স্থানীয় মান।

নিচের কোনটি সঠিক?

46 / 50

2's Complement এর নির্ণয়ের সূত্র নিম্নরূপ--

47 / 50

সর্বজনীন গেইট কোনটি? [য. বাে, ২০১৭]

48 / 50

কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?

49 / 50

∞ সংকেতটি সর্বপ্রথম কে প্রচলন করেন?

50 / 50

ডি মরগ্যান-এর উপপাদ্য কোনটি?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)