মডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নলেজ ইকোনমির সুফল--
i.বৈদেশিক মুদ্রা অর্জন
ii. তথ্য ও সেবা কেন্দ্র চালু
iii. কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?

2 / 25

2. ই -কমার্সের এর সুবিধা হলো --
i. অর্থের খরচ কমে
ii. অধিকসংখ্যক পণ্য একস্থানে পাওয়া যায়
iii. সময় অধিক কম লাগে

নিচের কোনটি সঠিক ?

3 / 25

3. কোন ক্ষেত্রে বায়ােমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয়?

4 / 25

4. উদ্দীপকের আলোতে
মি.‘ক’ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে-- [রা. বাে. ২০১৯]

5 / 25

5. মইন সাহেবের তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে কোন ধরণের কর্মকাণ্ড ?

i. ইতিবাচক ii. কার্যকরী
iii.সময়োপযোগী

নিচের কোনটি সঠিক ?

6 / 25

6. ফ্রিল্যান্সার কে ?

7 / 25

7. Oracle পার্সোনাল ভার্সন বিশ্বের কয়টি ভাষায় ব্যবহার করা যায় ?

8 / 25

8. অ্যালগরিদম হলাে-

9 / 25

9. নিচের উদ্দীপকটি পড়—
প্রােগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম এনালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রােগ্রাম কীভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলােকে প্রােগ্রাম রচনা শুরু করল।
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির বৈশিষ্ট্য হলাে–

i. জ্যামিতিক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রােগ্রামের পরিকল্পনা
ii. প্রােগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায়
iii. ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?

10 / 25

10. উদ্দীপকটি পড়
main ()
int n; scanf("%d", & n);
printf ("%d", sqrt (n))

উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপ কোনটি?

11 / 25

11. সি ভাষায় প্রােগ্রাম রচনা করা হয় কোন বন্ধনীর ভেতরে?

12 / 25

12. কোন প্রজন্মের মােবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?

13 / 25

13. CAN এর পূর্ণরূপ কী?

14 / 25

14. হটস্পট কী?

15 / 25

15. কোটটি একমুখী ডেটা প্রবাহ?

16 / 25

16. (10111)₂ এর সমতুল্য দশমিক মান কত?

17 / 25

17. x = 1 এবং y = 0 হলে, x + y = কত?

18 / 25

18. X-NOR গেইট তৈরিতে ব্যবহৃত হয়
i. OR Gate ii. AND Gate
iii. NOT Gate
নিচের কোনটি সঠিক?

19 / 25

19. দ্বৈতনীতির নিয়ম হলাে--
i. 0 এর পরিবর্তে ব্যবহার করা
ii. 1 এর পরিবর্তে 0 ব্যবহার করা
iii. অ্যান্ড (.) ও অর (+) এর মান পরস্পর বিনিময় করা

নিচের কোনটি সঠিক?

20 / 25

20. ডেটাবেসে কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কি হয় ?

21 / 25

21. একই ধরনের ডেটা থাকে কোনটিতে? | [ঢা, বাে. ২০১৭]

22 / 25

22. এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযােগ্য--

23 / 25

23. UTF এর পূর্ণরূপ কী?

24 / 25

24. ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপারটেক্সট ডকুমেন্টকে কী বলা হয়?

25 / 25

25. HTML ভাষায় –
i. সবচেয়ে ছােট লেখা h6
ii. প্যারাগ্রাফ শুরুর ট্যাগ

iii. লাইন ব্রেক ইন্ড ট্যাগ নেই।
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।