মডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
66

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. FORTRAN ভাষাটিকোন কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছে ?

2 / 25

2. নিচের উদ্দীপকটি পড়–
#include
#include
void main (){
int. n, i. s;
scanf (%d", & n);
S = 0. for(i=1; i<= n, i++);
S = S +i, printf (“%d”, s);
getch ();
}

প্রােগ্রামটি রান করলে এবং কী-বাের্ডে 10 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে?

3 / 25

3. include
main()
int x;
for (x = 5; x<= 10; x++)
printf("%d", x);
if (x = =6)
Break;
}
}

প্রােগ্রামটির আউটপুট কোনটি?

4 / 25

4. ‘সি++' ভাষা কোন ধরনের প্রােগ্রামিং মডেল অনুসরণ করে?

5 / 25

5. অনুচ্ছেদটি পড়
সি প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয়। যেমন- +, -, (), *, / প্রভৃতি ক্যারেক্টার হলাে অপারেটর। তাছাড়া ANSI এর মান অনুযায়ী সি ল্যাঙ্গুয়েজে ৩২টি কীওয়ার্ড আছে।
সি প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজের কীওয়ার্ড হলাে—
i. auto
ii. Double
iii. union
নিচের কোনটি সঠিক?

6 / 25

6. অনুচ্ছেদটি পড়
সি প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয়। যেমন- +, -, (), *, / প্রভৃতি ক্যারেক্টার হলাে অপারেটর। তাছাড়া ANSI এর মান অনুযায়ী সি ল্যাঙ্গুয়েজে ৩২টি কীওয়ার্ড আছে।

নিচের কোনটি লজিক্যাল অপারেটর?

7 / 25

7. অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে কোনটির প্রয়োজন হয়না ?

8 / 25

8. BSA এর পূর্ণরূপ কী?

9 / 25

9. কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে?

10 / 25

10. অডিও-ভিজ্যুয়াল পদ্ধতিতে সভা করাকে কি বলা হয় ?

11 / 25

11. উদ্দিপকটি পর এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্নীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়। [সি. ১৬]
উদ্দিপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে-
১. ভার্চুয়াল ড্রাইভিং
২. অনলাইন ব্যাংকিং
৩. আউটসোর্সিং

12 / 25

12. ই-ব্যাংকিং এর সাথে সম্পর্কিত নয়-

13 / 25

13. শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে? [বি. বাে, ২০১৬]

14 / 25

14. ডেটাবেজ সাজানাের প্রক্রিয়া হলো —[কু, বে, ২০১৭]
i. সর্টিং
ii. ইনডেক্সিং
iii. কুয়েরিং
নিচের কোনটি সঠিক?

15 / 25

15. ডিজিটাল ও অ্যানালগ ডেটা কোন ক্যাবলের মাধ্যমে প্রেরণ করা যায়?

16 / 25

16. কোন টপােলজিতে দুটি টার্মিনেটর থাকে?

17 / 25

17. মাইক্রোওয়েভের স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি কত?

18 / 25

18. ডেটা কমিনিকেশান্স কি?

19 / 25

19. উদ্দীপকের আলোতে
MTV-এর টকশােতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে । আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা হয়নি ।

উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মােড় তৈরি হয়েছে?

20 / 25

20. কোন প্রক্রিয়ায় কম্পিউটারে যােগ, বিয়ােগ, গুণ ও ভাগ করা হয়?

21 / 25

21. (127)₁₀ = (x)₈ হলে X = ?

22 / 25

22. উদ্দীপকটি অনুসারে
A ও B দু'টি বর্তনীর প্রথমটি দু'টি সংখ্যা কম্পিউটারে বােধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে।

B বর্তনীটি হলাে–-

23 / 25

23. কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে?

24 / 25

24. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির E ডিজিটের সমতুল্য ডেসিমাল সংখ্যা কোনটি?

25 / 25

25. (11011.10111)₂ এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত? [সি. বাে. ২০১৯]

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।