মডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
66

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি?

2 / 25

2. ডেটাবেজ থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহৃত হয়?

3 / 25

3. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA = 5.00, তাদের তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECT NAME FROM S পরের অংশ কোনটি?

4 / 25

4. ডেটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?

5 / 25

5. ডেটা কমিউনিকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?

6 / 25

6. ন্যাকােব্যান্ড বলা হয় -
i. 256 bps
ii. 48 bps
iii. 52 Kbps

নিচের কোনটি সঠিক?

7 / 25

7. ব্লুটুথ-এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে—
i. নিরাপত্তা বজায় থাকে না।
ii. ১০ থেকে ১০০০ মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকে
iii. দেয়াল বা অন্য কিছু প্রতিবন্ধক হবে না।

কোনটি সঠিক ?

8 / 25

8. উদ্দীপকের আলোতে--
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

উদ্দীপকের নেটওয়ার্ক টপােলজিটি কি?

9 / 25

9. নিচের উদ্দীপকটি পড়
#include
#include
main(){
int x, y, S; printf("Enter Value :");
scanf(“%d%d", &x, &y); | S = x+y;
printf("\ns =%d", s);
getch();
}

উদ্দীপকে লিখিত প্রথম হেডার ফাইলটির সঠিক রূপ কোনটি?

10 / 25

10. সি ভাষার Float ডেটা টাইপ কত বিটের ?

11 / 25

11. কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের নিত্য ব্যবহার্য পণ্য ছােট হয়ে থাকে ?

12 / 25

12. রােবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে ?

13 / 25

13. কোনটি দ্বারা নানাে বুঝায়? (ঢা. বাে. ২০১৭]

14 / 25

14. EHR এর পূর্ণ রূপ কী ?

15 / 25

15. উদ্দীপকের আলােকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন- [কু. বাে, ২০১৯]

i.অধিক ফলন ঘরে তুলতে পারবেন
ii. টিস্যু কালচার ব্যবহার করতে পারবেন
iii. বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে পারবেন।

নিচের কোনটি সঠিক?

16 / 25

16. ইন্টারনেটের মাধমে ব্যাবসায় পরিচালনা করাকে কি বলে ?

17 / 25

17. বর্তমানে ইউনিকোডের মােট সংখ্যা কত?

18 / 25

18. উদ্দীপকের চিত্রের গেইটের সাথে Not Gate যুক্ত করলে কোন গেইট পাওয়া যায়?

19 / 25

19. বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযােজ্য--
i. ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহৃত হয়
ii. কম্পিউটারের বােধগম্য
iii. কম্পিউটারের সকল হিসাব নিকাশের ভিত্তি

নিচের কোনটি সঠিক?

20 / 25

20. দশভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল--
i. ভারতীয় সংখ্যা পদ্ধতি
ii. চীনা সংখ্যা পদ্ধতি
iii. মায়ান সংখ্যা পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

21 / 25

21. বাইনারি সংখ্যার বাইনারি বিন্দুর
i. ডানপাশে থাকে LSD
ii. ডানপাশে থাকে LSB
iii. বামপাশে থাকে MSB

নিচের কোনটি সঠিক?

22 / 25

22. OR গেইটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না?

23 / 25

23. কোনটিতে কাউন্টার ব্যবহৃত হয় না---

24 / 25

24. OR গেইটের ক্ষেত্রে কখন আলাে জ্বলবে?
i A=0, B= 0
ii. A=0, B=1
iii. A=1, B=1
নিচের কোনটি সঠিক?

25 / 25

25. কত সালে ইউনিকোডের 13 সংস্করণ প্রকাশিত হয়?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।