মডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. কর্তৃত্ব উপপাদ্য (Domination) এর ক্ষেত্রে x, 0 = কত?

2 / 25

2. বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে ডেসিমাল কত?

3 / 25

3. গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করে--

4 / 25

4. 1100 + 1000 এ বাইনারি সংখ্যার যােগফল কত?

5 / 25

5. Y এর মান কোনটি?

6 / 25

6. বাইনারি সংখ্যার MSB এর সাইনের জন্য নির্ধারিত চিহ্ন। হলে, সংখ্যাটি কোন ধরনের হয়?

7 / 25

7. আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়- [রা, বাে, ২০১৬]
i. ASCII code
ii. EBCDIC code
iii. Unicode

নিচের কোনটি সঠিক?

8 / 25

8. একটি নির্দিষ্ট জিন বহনকারী কোনাে জীব থেকে DNA খণ্ড পৃথক ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?

9 / 25

9. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে ?

10 / 25

10. কোনটি ক্রায়ােসার্জারির সাথে সম্পর্কিত ?

11 / 25

11. আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সর সফল প্রয়োগ হলো --
i. ড্রাইভারবিহীন গাড়ি
ii. আবহাওয়ার ভবিষ্যতবাণী
iii. মলিকুলার মেডিসিন
নিচের কোনটি সঠিক ?

12 / 25

12. মানবদেহে ইনসুলিন তৈরি হয় কোন ব্যাকটেরিয়া থেকে?

13 / 25

13. নেটফ্লিক্স কি ?

14 / 25

14. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ?

15 / 25

15. মাইক্রোওয়েজ প্রযুক্তির অসুবিধা দুর করতে কোন প্রযুক্তি আবশ্যক? [রা. বো ২০১৯]

16 / 25

16. কি বোড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহ্রত ট্রান্সমিশনের বৈশিষ্ট হলো-
১. ডেটা ব্লক আকারে স্তানান্তরিত হয়
২. যেকোন সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে
৩. প্রাইমারি ষ্টোরেজ ডিভাইজরে প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?

17 / 25

17. ক্লাউড কম্পিউটারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

18 / 25

18. ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে --- [সি. বাে.-২০১৯]
i. টুইস্টেড পেয়ার ক্যাবল
ii. রেডিও ওয়েভ
iii. মডেম

নিচের কোনটি সঠিক ?

19 / 25

19. উদ্দীপকটি পড়--
কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলাে এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলাে পরস্পর চক্রাকারে যুক্ত। কিন্তু সময় বাঁচানাের জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপােলজির পরিবর্তন করলেন।

কলেজটিতে কোন ধরনের টপােলজি ব্যবহৃত হয়েছে? [চ.বাে, ২০১৭]

20 / 25

20. ডেটা কমিনিকেশান্স কি?

21 / 25

21. কোন প্রজন্মের মােৰাইলের মাধ্যমে 4K বা ভিডিও উপভােগ করা যায়?

22 / 25

22. সি প্রােগ্রামের ক্ষেত্রে
১. প্রােগ্রাম কম্পাইল করার জন্য Alt+F9 কী-দ্বয় একত্রে
২. প্রােগ্রাম সেভ করার জন্য Alt+S কী-দ্বয় একত্রে চাপতে হবে
৩. প্রােগ্রাম রান করার জন্য Ctrl+F9 কী-দ্বয় একত্রে

23 / 25

23. ওয়েবসাইট যে ধরনের কাভার বা কাঠামাে বেশি ব্যবহৃত হয়--
i.লিনিয়ার স্ট্রাকচার
ii.হায়ারার্কিক্যাল স্ট্রাকচার
iii.বাইনারি স্ট্রাকচার

নিচের কোনটি সঠিক?

24 / 25

24. কুয়েরি ভাষার উদাহরণ হচ্ছে--
i. QBE
ii. SQL
iii. QUEL
নিচের কোনটি সঠিক ?

25 / 25

25. উদ্দীপকটি পড়
একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে অs তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে এমন সে অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের জন্য প্রয়ােজনীয় প্রযুক্তিতে সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্লেষণ পূর্বের চেয়ে দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে।

উদ্দীপকের প্রতিষ্ঠানটির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে? [রা. বাে, ২০১৬]

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।