মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. সারা বিশ্বের সকল আইপি এড্রেস ও ডােমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?

2 / 25

2. ওয়েব ব্রাউজার হলাে–- [কু, বাে-১৭]
i. গুগল ক্রোম
ii. সাফারি
iii. ইউটিউব

নিচের কোনটি সঠিক?

3 / 25

3. ওয়েবসাইটের হায়ারারকিক্যাল কাঠামাে কী? [রা, বাে-১৬]

4 / 25

4. CAN এর পূর্ণরূপ কী?

5 / 25

5. মডেম—
i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে
ii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে।
iii. ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে।
নিচের কোনটি সঠিক?

6 / 25

6. WAN-এর উদাহরণ কোনটি?

7 / 25

7. অপটিক্যাল ফাইবারের ব্যাস কত হয়ে থাকে ?

8 / 25

8. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়?

9 / 25

9. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ?

10 / 25

10. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নেরে উত্তর দাওঃ
আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রমের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষীবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা্ করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষনের আয়োজন করে।
আবিরের উদ্যোগের ফলে -
১. প্রযুক্তির প্রসার ঘটবে
২. জনসম্পদ তৈরি হবে
৩. কর্মসংস্থান হ্রাস পাবে

11 / 25

11. এন্টি এজিং ক্রিম তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

12 / 25

12. মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যেমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ?

13 / 25

13. উদ্দীপকের আলোতে
সম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন, যেটি উঁচু- নিচু জায়গায় চলাচল করতে এবং ভিডিও করে পাঠাতে পারবে ।
শামীম যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন? [ম.১৬]

14 / 25

14. রােবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে ?

15 / 25

15. নিচের উদ্দীপকটি পড়
#include
main (){
int a = 3, b;
b = 2* a; printf("%d", b);
}

পোগ্রাম রান করলে আউটপুট মান ৩ হবে যখন--

16 / 25

16. হেডার ফাইল হলাে–
i. stdio.h
ii. math.h
iii. printf.h

নিচের কোনটি সঠিক?

17 / 25

17. নিচের উদ্দীপকটি পড়
#include
#include
main(){
int x, y, S; printf("Enter Value :");
scanf(“%d%d", &x, &y); | S = x+y;
printf("\ns =%d", s);
getch();
}

উদ্দীপকে লিখিত প্রথম হেডার ফাইলটির সঠিক রূপ কোনটি?

18 / 25

18. AND গেইট আউটপুটে ‘1' পেতে হলে--

19 / 25

19. এক বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যার প্রয়ােজন?

20 / 25

20. কোন গেটটি মৌলিক গেট নয়?

21 / 25

21. (x + y) (x+y) এই সমীকরণটি সরল করলে হবে--

22 / 25

22. যে বর্তনী ASCII সংখ্যাকে B বর্ণতে রূপান্তর করে–
i. অ্যাডার
ii. এনকোডার
iii. ডিকোডার
নিচের কোনটি সঠিক?

23 / 25

23. উদ্দীপকের যুক্ত বর্তনীটি কোন গেইট নির্দেশ করে? [য. বাে. ২০১৭]

24 / 25

24. ABC এর পূর্বের ও পরের সংখ্যার যােগফল কোনটি?

25 / 25

25. কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয়?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।