মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. ট্যুইস্টেড পেয়ার ক্যাবল-এর সাধারণ রং কোনটি? [র-১৬, মা-১৮]

2 / 50

2. রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মােবাইলে ব্যবহৃত হয়?

3 / 50

3. ব্রড ব্যান্ডের ব্যান্ডউইথ কত?

4 / 50

4. অপটিক্যাল ফাইবার ক্যাবলের সুবিধা হলো--
i. এর মাধ্যমে দ্রুতগতিতে ডেটা স্থানান্তর কর
ii. এটির রক্ষণাবেক্ষণ সহজতর
iii. এটি বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক ?

5 / 50

5. একই ভবনের বিভিন্ন তলায় অবস্থিত অনেকগুলাে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ককে কী বলে?

6 / 50

6. বিশ্বের কোন দেশে প্রথম 3G প্রযুক্তি চালু হয়?

7 / 50

7. উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

একই সময় যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন-- [কু.বো ২০১৬]
i.মোবাইল
ii.রেডিও
iii.ওয়াকী-টকি

নিচের কোনটি সঠিক ?

8 / 50

8. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন ।

অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো--
i. ইউনিকাস্ট
ii. মাল্টিস্টি
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

9 / 50

9. Wi-Fi এর ক্ষেত্রে--
i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট
ii. ওয়াই-ফাই হটস্পট
iii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটার
নিচের কোনটি সঠিক ?

10 / 50

10. DSL এর পূর্ণরূপ কী?

11 / 50

11. তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়--

12 / 50

12. ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়-

13 / 50

13. এক বাইট সমান কত বিট?

14 / 50

14. মােবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? [ব, বাে, ২০১৬]

15 / 50

15. সুইচে সর্বাধিক কয়টি পাের্ট থাকে?

16 / 50

16. স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? [ম. বাে, ২০১৭]

17 / 50

17. হটস্পট কী?

18 / 50

18. নিচের কোনটি মাল্টিকাস্ট মােডের উদাহরণ নয়?

19 / 50

19. নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের উৎস?

20 / 50

20. WAN নেটওয়ার্ক মূলত একটি
i. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।
ii. শহরকেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থা
iii. নিকটবর্তী নেটওয়ার্ক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

21 / 50

21. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি ?

22 / 50

22. নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযােগস্থলকে কী বলে?

23 / 50

23. মাইক্রোওয়েজ প্রযুক্তির অসুবিধা দুর করতে কোন প্রযুক্তি আবশ্যক? [রা. বো ২০১৯]

24 / 50

24. ট্রান্সমিশন সিষ্টেম থেকে ডেটা সিগনাল গ্রহণ করা কার কাজ?

25 / 50

25. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন?

26 / 50

26. বাংলাদেশে থ্রি-জি প্রযুক্তি চালু হয়--

27 / 50

27. একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলাে কোন নেটওয়ার্কে অন্তর্ভুক্ত?

28 / 50

28. ফটোডিটেক্টরের কাজ কি?

29 / 50

29. নিচের উদ্দীপকটি পড়
একটি রুমে থাকা ল্যাপটপগুলাে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক হবে কোনটি? [ঢা. বাে, ২০১৭]

30 / 50

30. ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক, কারণ-- [ঢা, বাে, ২০১৯]

i. শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়ােজন
ii. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
iii. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।

নিচের কোনটি সঠিক?

31 / 50

31. নিচের কোন শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়?

32 / 50

32. ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়--

33 / 50

33. কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?

34 / 50

34. দেশের অভ্যন্তজে থাকাকাশের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?

35 / 50

35. ভয়েসব্যান্ড ব্যাবহৃত হয়--
i. কার্ড রিডারে
ii. এম্বুলেন্স
iii. কী-বোর্ডে

নিচের কোনটি সঠিক ?

36 / 50

36. মেশ টপোলজিতে মােট তারের সংখ্যা--

37 / 50

37. ভিডিও কনফারেন্সিং-এ ব্যবহৃত ডেটাট্রান্সমিশন মােড় হলাে—-

38 / 50

38. সৃষ্ট নেটওয়ার্কের সুবিধা কী? [ম, বাে. ২০১৯]

39 / 50

39. উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

তারা কোন ডেটা ট্রান্সমিশন মােড ব্যবহার করেন? [কু. বাে. ২০১৬]

40 / 50

40. উদ্দীপকের নেটওয়ার্ক কাঠামােতে কী ধরনের পরিবর্তন আনলে তা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে পরিণত হবে? [ম, ৰ, ২০১৯]

41 / 50

41. তিন স্তরবিশিষ্ট তারের কেবল কোনটি ?

42 / 50

42. ডেটা স্থানান্তরের হারকে বলে-

43 / 50

43. CAN এর পূর্ণরূপ কী?

44 / 50

44. কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ?

45 / 50

45. দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী?

46 / 50

46. সিমপ্লেক্স পদ্বতির উদাহরণ হলো--

47 / 50

47. জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে কী বলে?

48 / 50

48. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়?

49 / 50

49. ডেটা কমিউনিকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?

50 / 50

50. কিসের জন্য তারবিহীন মাধ্যমে কোন তারের প্রয়ােজন হয় না?

Your score is

The average score is 10%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস