নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
শীলা তার কম্পিউটারে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করে যা দ্বারা অটো আপডেট হয় এবং উচ্চগতিসম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায়।
৭. উদ্দীপকের সার্ভিসটির নাম কী ?
৮. উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ
ii. ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয়
iii. রক্ষণাবেক্ষণের খরচ নেই
নিচের কোনটি সঠিক ?
১৫. ইমেজ প্রদর্শিত না হলে বিকল্প টেক্সট প্রদর্শনের জন্য অ্যাট্রিবিউট হলো-
i. After
ii. alt
iii. bypass
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
হিমেল তার কলেজের জন্য একটি ওয়েব সাইট তৈরি করতে চাইল। সেখানে অনেক তথ্য থাকবে এবং পেজগুলোর মধ্যে লিংক থাকবে।
১৬. হিমেলের ওয়েবসাইট তৈরির কাজটি কোনটির অন্তর্গত ?
১৭. হিমেলের ওয়েব সাইটের কাঠামো হবে-
i. লিনিয়ার সিকুয়েন্স
ii. হায়ারারকিক্যাল
iii. ওয়েব লিংক
নিচের কোনটি সঠিক?
২১. সর্টিং হচ্ছে-
i. ডেটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো
ii. ডেটাকে মানের নি¤œক্রমে সাজানো
iii. ডেটাকে দৈর্ঘ্যরে ভিত্তিতে সাজানো
নিচের কোনটি সঠিক?