বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ,খুলনা,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান

আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে?
মানব মস্তিস্কের উপায় অবলম্বন করে কাজ করে তা নকল করার উদ্যেগ নেয় বুদ্ধিবিত্তিক বিজ্ঞানের কোন ক্ষেত্রে?

উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

জয়ের বাবা জাপান প্রবাসী একজন প্রকৌশলী।তিনি দেশে ফেরার সময় গৃহস্থালীর কাজে সহায়তা করতে সক্ষম এমন একটি রোবট এনেছেন।জয় দেখল ঘর পরিষ্কাকারের সময় রোবট টি নিখুঁতভাবে চারদিকে ঘুরে ঘরের সব কোন থেকে ময়লা অপসারন করতে পারছে।তার মা রোবটটিতে কিছু পরিবর্তন করতেই সেসটি গরের বাইরে পাহারার কাজে নিযুক্ত হল।

জয়ের মা রোবটটির কী পরিবর্তন করার ফলে এটি পাহারাদার রোবটে পরিণত হয়েছে?

উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

জয়ের বাবা জাপান প্রবাসী একজন প্রকৌশলী।তিনি দেশে ফেরার সময় গৃহস্থালীর কাজে সহায়তা করতে সক্ষম এমন একটি রোবট এনেছেন।জয় দেখল ঘর পরিষ্কাকারের সময় রোবট টি নিখুঁতভাবে চারদিকে ঘুরে ঘরের সব কোন থেকে ময়লা অপসারন করতে পারছে।তার মা রোবটটিতে কিছু পরিবর্তন করতেই সেসটি গরের বাইরে পাহারার কাজে নিযুক্ত হল।

রোবটটি চারিদিকে ঘুরে ঘুরে নিখুঁতভাবে ময়লা পরিষ্কার করতে পারছে।কেননা এতে-

i.মানুষের চোখের ন্যায় ক্যামেরা আছে

ii.যান্ত্রিক পা রয়েছে

iii.৩৬০ ডিগ্রি ঘুরতে পারার ব্যবস্থা আছে

নিচের কোনটি সঠিক?

GMO বলতে কী বোঝায়?
সর্বপ্রথম কে কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে ক্যালকুলেটরে ডেটা প্রেরণের করে?
সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তন কে কী বলে?
ডেটা ক্যারেক্টার বাই ক্যার্কেটার ট্রান্সমিট হয কোন ট্রান্সমিশনে?
সাধারণত LAN এর ক্ষেত্রে কোন ক্যাবল ব্যবহৃত হয়?
বুদ্ধিমান ইন্টারনেট কানেকটিভিটি ডিভাইস কোনটি?

BCD কোড-

i.প্রকাশে বাইনারির চাইতে অধিক সংখ্যক বিট দরকার

ii.সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়

iii.ইংরেজী অক্ষর প্রকাশে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

(AD)16 এর দশমিক সমতূল্য মান কোনটি?

(1101101)2 এর ২ এর পরিপূরক কোনটি?

৮ বিট রেজিস্টারের জন্য ২২ এর ২ এর পরিপূরক কোনটি?

নিচের লজিক সার্কিটটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

Fulll Adder এর ক্ষেত্রে কোনটি সঠিক?
HTML কী?
ইন্টারনেটে এক ওয়েব পেইজ থেকে অন্য ওয়েব পেইজে গমন কারাকে কী বলে?

কোন ট্যাগের শুরূ থাকলেও শেষ থাকে না-

i.< img >

ii.< br >

iii.< hr >

নিচের কোনটি সঠিক?

নিচের কোনটি জাম্পিং স্টেমেন্ট?
সি প্রোগ্রামে getch ( ) ফাংশনটি ব্যবহার করতে হলে কোন হেডার ফাইলটি প্রেগ্রামের শুরূতে করতে হবে?
নিচের কোনটি সি প্রোগ্রামিং ভাষার একটি লজিক্যাল অপারেটর?
উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয়-
ডেট টেবিলে Numeric ফিল্ড কী ধরনের ডেটা?
দুটি টেবিলের মধ্যে উভয়পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকলে তাকে কী বলে?
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ,খুলনা,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleযশোর সরকারি মহিলা কলেজ,যশোর,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান
Next articleক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,জাহানাবাদ,খুলনা,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান