মডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

0%
1

মডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

1 / 50

1. ডিবিএমএস ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়- (চা, বাে,২০১৭)
i. রিপাের্ট তৈরিতে
ii. বায়ােডেটা তৈরিতে
iii. রেকর্ড অনুসন্ধানে

নিচের কোনটি সঠিক ?

2 / 50

2. ডেটাবেজের ভিত্তি কোনটি? [সি, বাে, ও য. বাে, ১৯, চ. বাে, ২০১৬]

3 / 50

3. যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে —

i. ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন
ii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়
iii. ডেটা খুঁজে বের করা সময়সাপেক্ষ

নিচের কোনটি সঠিক?

4 / 50

4. কোন টেবিলের Roll ফিল্ডকে প্রাইমারি key বলা হয় কেন?

5 / 50

5. রিলেশনাল ডেটাবেজ ডেটাকে কোন উপায়ে সংরক্ষণ করা হয়?

6 / 50

6. নিচের কোনটি DBMS এর উদাহরণ?

7 / 50

7. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি?

8 / 50

8. কুয়েরি হলো--

9 / 50

9. সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের—[র, বো, ২০১৯]
i.দক্ষতা বৃদ্ধি পাবে
ii.স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে
iii.সেবার মান কমবে পাবে
নিচের কোনটি সঠিক?

10 / 50

10. নিচের উদ্দীপকটি পড় ---
একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রােল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।

উল্লিখিত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা কয়টি?

11 / 50

11. টেবিল দুটির মধ্যে কি ধরনের রিলেশন বিদ্যমান? [ব. বাে. ২০১৬]

12 / 50

12. উদ্দীপকে যাদের বেতন 30.000 টাকা-এর উপরে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে?

13 / 50

13. যে রােল নম্বরগুলাে না পেয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা যা কোন পদ্ধতিতে? [দি, বাে, ২০১৩]

14 / 50

14. Microsoft Access ডেটাবেজ উইন্ডাের ট্যাৰ হলাে- [সি. বে, ২০১৭]
i. Table
ii. Macros
iii. Design

নিচের কোনটি সঠিক?

15 / 50

15. ডেটা ইনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি?

16 / 50

16. ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? [চ, বাে. ২০১৭]

17 / 50

17. নিচের উদ্দীপকটি পড়
একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রােল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।

রােল নম্বর ফিল্ডটি হতে পারে –
i. Text type
ii. Numeric type
iii. Logical
নিচের কোনটি সঠিক?

18 / 50

18. Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কীরূপ?[দি. বাে, ২০১৭]

19 / 50

19. কোন ফিন্ডটি প্রাইমারি কী হতে পারে? [র, বাে, ২০১৬]

20 / 50

20. নিচের উদ্দীপকের আলোতে —
ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন। এতে তার অনেক সমস্যা হয় সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়।

উদ্দীপকে উল্লিখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার? [ঢা, বাে, ২০১৭]

21 / 50

21. প্রাইমারি ফিল্ডের ডেটাগুলাে কেমন হওয়া অত্যাবশ্যক?

22 / 50

22. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA=5.00 তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECTNAME FROM এর পরের অংশ কোনটি?

23 / 50

23. নিচের উদ্দীপকটি পড়—-
একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন।

অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে—-
i. তথ্যসমূহের সব ধরনের নিরাপত্তা দেয়া যাবে
ii. তথ্যসমূহের যেকোনাে ধরনের বিন্যাস সম্ভব হবে
iii. অতিদ্রুত শিক্ষার্থীদের ডেটা উপস্থাপন করা যাবে

নিচের কোনটি সঠিক?

24 / 50

24. নিচের উদ্দীপকটি পড়
জহির, সাহেব তার প্রতিষ্ঠানের প্রতিদিনের হিসাব-নিকাশ খাতাকলমের মাধ্যমে সম্পন্ন করে। এতে করে প্রয়ােজনীয় সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। তাই তিনি ডেটাবেজ ব্যবহার করার সিদ্ধান্ত নেন।

জহির সাহেব ডেটাবেজ সফটওয়্যারটি ব্যবহার করলে যেসব সুবিধা পাবেন—
i. রিপাের্ট তৈরি
ii. রেকর্ড অনুসন্ধান
iii. বায়াে-ডেটা তৈরি
নিচের কোনটি সঠিক?

25 / 50

25. নিচের কোন ফিল্ডের উপর ইনডেক্স করা হয় না? [য, বাে, ২০১৯]

26 / 50

26. কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজের লিংক করা যায়?

27 / 50

27. টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলাে খুঁজে নেয়ার জন্য কোন ধরনের কুয়েরি ব্যবহৃত হয়? [চি, বাে, ২০১৯]

28 / 50

28. মূল ডেটাকে অন্য ফরমেটে পরিবর্তনের পদ্ধতি কোনটি?

29 / 50

29. সটিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে---
i Text
ii. Currency
li. OLE Objects

নিচের কোনটি সঠিক?

30 / 50

30. একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ডেটাবেজে অ্যাট্রিবিউট হলাে রােল, নাম, বিভাগ, ঠিকানা এক্ষেত্রে প্রাইমারি কী কোনটি?

31 / 50

31. শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে? [বি. বাে, ২০১৬]

32 / 50

32. কোনো ডেটাবেজের আওতায় থাকতে পারে--
1. এক বা একাধিক ডেটা টেবিল, কুয়েরি
ii. ফর্ম, রিপাের্ট
iii. ম্যাক্রো ও মডিউল
নিচের কোনটি সঠিক?

33 / 50

33. ৩য় টেবিল থাকে কোন রিলেশনে?

34 / 50

34. একটি রেকর্ডের সাথে অনেকগুলাে রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে? [সি, বাে, '১৭]

35 / 50

35. UPDATE ও ALFER কমান্ডদ্বয় কোন ধরনের স্টেটমেন্ট?

36 / 50

36. DDL কমান্ড কোনটি? [চ, বাে, ২০১৯]

37 / 50

37. ডেটা টেবিলে ইমেজ সংযােজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়? [রা. বাে. ২০১৯]

38 / 50

38. DMIS এর কাজ হলাে– [র, বো, ২০১৬)
নতুন ডেটা অন্তর্ভুক্ত করা
তথ্যের পুনঃপুন ব্যবহার বৃদ্ধি করা
iii. পেটার নিৱাগতা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?

39 / 50

39. SQL এর সাহায্যে করা যায়–
i. ডেটা অবজেক্ট তৈরি
ii. ডেটা কুয়াের।
iii. ডেটা সন্নিবেশ

নিচের কোনটি সঠিক?

40 / 50

40. রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে? [য, বাে, ২০১৭]

41 / 50

41. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি?

42 / 50

42. একই ধরনের ডেটা থাকে কোনটিতে? | [ঢা, বাে. ২০১৭]

43 / 50

43. Insert ও Update কমান্ড SQL এর কোন সুবিধার অন্তর্ভুক্ত?

44 / 50

44. এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? [চ, বা, ২০১৬]

45 / 50

45. উদ্দীপকটি পড় —
৪০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর তথ্য রয়েছে। প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রােল, নাম, জন্ম তারিখ, এবং GPA নামক চারটি ফিন্ড আছে।

প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হতে পারে–-
i. Roll
ii. Name
iii. GPA
নিচের কোনটি সঠিক ?

46 / 50

46. ডেটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলাে—
ii. সাইফার টেক্সট
i. প্লেইন টেক্সট
iii. কী
নিচের কোনটি সঠিক?

47 / 50

47. ডেটাবেজ থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে তথ্য খোজ করার জন্য কী ব্যবহার করতে হয়?

48 / 50

48. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA = 5.00, তাদের তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECT NAME FROM S পরের অংশ কোনটি?

49 / 50

49. ডেটাবেসে কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কি হয় ?

50 / 50

50. Date of Admission ফিল্ডের জন্য মেমােরিতে কত বাইট জায়গা প্রয়ােজন? [চ, বাে. ২০১৯]

Your score is

The average score is 2%

0%

Previous articleমডেল টেস্ট-05 (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleমডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।