মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

এখানে Y = ?

2 / 50

কোনটি বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্য? [সি. বাে. ২০১৯]

3 / 50

ABʜ + BAʜ = ? হেক্সাডেসিমাল যােগফল কত হবে?

4 / 50

বিনিময় উপপাদ্যের ক্ষেত্রে x + y = কত?

5 / 50

কোনটি মৌলিক লজিক গেইট?

6 / 50

নিচের চিত্রটি লক্ষ কর--

Y এর মান 1 হবে, যদি--

i. A = 0, B = 1
ii. A = 0, B = 0
iii. A = 1, B = 0

নিচের কোনটি সঠিক?

7 / 50

–54 এর 2 এর পরিপূরক কত?

8 / 50

কত সালে সর্বপ্রথম বিসিডি কোড উদ্ভাবিত হয়েছিল?

9 / 50

এনকোডারের ইনপুট হচ্ছে [চ, বাে, ২০১৭]
i. অক্টাল সংখ্যা
ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমেল সংখ্যা
নিচের কোনটি সঠিক?

10 / 50

91-এর BCD কোড হলাে--

11 / 50

16 ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?

12 / 50

চিহ্ন বিটসহ 250 কে বাইনারিতে প্রকাশ করতে গেলে কত বিট প্রয়ােজন?

13 / 50

4C এর সমতুল্য বাইনারি সংখ্যা হলাে--

14 / 50

রবিনের বর্তমান বয়স (19)₁₀ কত বছর পর তার বয়স (100110)₂ হবে?

15 / 50

কোনটি যৌগিক লজিক গেইট?

16 / 50

বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত?

17 / 50

টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে? [দি-১৯]

18 / 50

আইপি এড্রেস (IPV) কত বিটের?

19 / 50

Link ট্যাগ কোনটি? [দি বাে.১৯, রা. বাে-১৭]

20 / 50

স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি?

21 / 50

HD ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

22 / 50

দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী?

23 / 50

উদ্দীপকটি পড়--
কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলাে এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলাে পরস্পর চক্রাকারে যুক্ত। কিন্তু সময় বাঁচানাের জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপােলজির পরিবর্তন করলেন।

কলেজটিতে কোন ধরনের টপােলজি ব্যবহৃত হয়েছে? [চ.বাে, ২০১৭]

24 / 50

তিন স্তরবিশিষ্ট তারের কেবল কোনটি ?

25 / 50

CAN এর বিস্তিতি কত মিটার পর্যন্ত?

26 / 50

উদ্দীপকের আলােকে
সামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করলাে, যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাৱে আপডেট হয়, উচগতিসম্পন্ন।
কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়।

উদ্দীপকের সার্ভিসটির নাম কী?

27 / 50

একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬]

28 / 50

ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কমিউনিকেশনের কয়টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

29 / 50

ফুল ডুপ্লেক্স মােডে চলে—
i. ল্যান্ড ফোন।
ii. মােবাইল ফোন
iii. রেডিও ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

30 / 50

চতুর্থ প্রজন্মের মােৰাইল প্রযুক্তির সফল বাস্তবায়ন হলো--
i WiMax
ii. 3GPP LTE
iii. Wi-Fi

নিচের কোনটি সঠিক?

31 / 50

IEEE 802.11 প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট বিষয় হলো—
i. ওয়্যারলেস ল্যান প্রযুক্তি ব্যবহৃত হয়
ii. ক্যাবল-এর প্রয়ােজন নেই
iii. ফ্রি ওয়াই-ফাই জোন

নিচের কোনটি সঠিক ?

32 / 50

নিমের কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার? [রা. ব, ২০১৭]

33 / 50

যন্ত্রের মধ্যে চিন্তা কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা প্রদানের প্রক্রিয়াকে কী বলে?

34 / 50

ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে করা সম্ভব--

i. ড্রাইভিং শেখা।
ii. ডাক্তারি শেখা
iii. বিমান চালনা শেখা
নিচের কোনটি সঠিক ?

35 / 50

কোনটি নতুন পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়ােজন?

36 / 50

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে?

37 / 50

মানুষ চাঁদে অবতরণ করে কত সালে?

38 / 50

নিচের উদ্দীপকের আলোতে
আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে । কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পীড়াপীড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয় ।

আরমান মায়ের অনুরোধ পূরণে কোন বেবস্থা গ্রহণ করবে ?

39 / 50

হ্যাকারদের কাজ হলাে—
i. কম্পিউটারের প্রয়ােজনীয় ফাইল নষ্ট করা
ii. অনলাইন প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা চরি
iii. নতুন নতুন সফটওয়্যার তৈরি করা।

নিচের কোনটি সঠিক?

40 / 50

ক্রায়ােসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়- [কু.বো. ২০১৯]

41 / 50

বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করে ?

42 / 50

চিত্রের পদার্থটিকে কি বলে ?

HSCICT.com.bd

43 / 50

কোনটি উপাদানটি গ্লোবাল ভিলেজ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ?

44 / 50

অনলাইন গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে ?

45 / 50

সি ভাষায় কোন ফাংশন দ্বারা বর্গমূল নির্ণয় করা হয় ?

46 / 50

কোন ভাষা লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না ?

47 / 50

Float type চলকর জন্য মেমোরিতে কত বাইট জায়গায় প্রয়োজন হয় ?

48 / 50

মেশিন ভাষা -
১. অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়
২. যন্ত্রের ওপর নির্ভরশীল থাকে
৩. তারাতারি প্রোগ্রাম লেখা যায়

49 / 50

ফ্লোটিং ডেটা ফরমেটে স্পেসিফায়ার কোনটি ?

50 / 50

প্রোগ্রাম রচনার ধাপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি ?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)