কুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
0 votes, 0 avg
2
Created by Liaquat Talukder

কুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 25

1. A ও B এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডেটা আদান প্রদানের জন্য করা উচিৎ-- [সি.বাে, ২০১৭]

i. HUB এর পরিবর্তে switch ব্যবহার।
ii. HUB এর পরিবর্তে রাউটার ব্যবহার।
iii. Twisted pair cable এর পরিবর্তে optical fiber cable ব্যবহার।

নিচের কোনটি সঠিক?

2 / 25

2. উদ্দীপকটি পড়--
কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলাে এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলাে পরস্পর চক্রাকারে যুক্ত। কিন্তু সময় বাঁচানাের জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপােলজির পরিবর্তন করলেন।

কলেজটিতে কোন ধরনের টপােলজি ব্যবহৃত হয়েছে? [চ.বাে, ২০১৭]

3 / 25

3. ছােট আকারের নেটওয়ার্কে বাস টপোলজির ব্যবহার ---

i. খুব সহজ, সাশ্রয়ী, বিশ্বস্ত
ii. খুব কঠিন, ব্যয়বহুল
iii. খুব সহজ, ব্যয়বহুল, অবিশ্বস্ত।

নিচের কোনটি সঠিক?

4 / 25

4. উদ্দীপকটি পড়
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন । এবং তার থেকে কিছু অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সরাসরি কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব--
i. স্বল্প ডিভাইসে অধিক সেবা
ii. গ্রাহকদের সাথে সহজ যােগাযােগ
iii. ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম

নিচের কোনটি সঠিক ?

5 / 25

5. মেশ টপোলজিতে মােট তারের সংখ্যা--

6 / 25

6. ক্লাউড কম্পিউটারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

7 / 25

7. নেটওয়ার্কটি কোন ধরনের টপােলজি? [সি.বাে, ২০১৭]

8 / 25

8. উদ্দীপকের আলোতে--
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

মি: বিশ্বজিতের সিদ্বান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলাে-- [বি, বাে,২০১৬]

i. কম্পিউটার পরিবর্তন করা
ii. হাব/সুইচ স্থাপন করা
iii. একটি মূল লাইন স্থাপন করা।

নিচের কোনটি সঠিক?

9 / 25

9. কোন টপোলজি সম্প্রসারিত হয়ে ট্রি টপােলজিতে রূপান্তর করে?

10 / 25

10. উদ্দীপকটি পড়
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন । এবং তার থেকে কিছু অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সরাসরি কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে—
i. LAN
ii. MAN
iii. WAN

নিচের কোনটি সঠিক ?

11 / 25

11. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬]

12 / 25

12. ক্লাউড কম্পিউটিং-এর সুফল কোনটি? [দি, বাে, ২০১৬]

13 / 25

13. কোন টপােলজি অন্তঃসংযােগ টপােলজি নামে পরিচিত?

14 / 25

14. উদ্দীপকের আলোতে--
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

উদ্দীপকের নেটওয়ার্ক টপােলজিটি কি?

15 / 25

15. কোন টপােলজিতে প্রায় সব ধরনের নেটওয়ার্ক সংযুক্ত থাকে?

16 / 25

16. কোনটি টপােলজি নির্দেশ করে?

17 / 25

17. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬]

18 / 25

18. আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান-প্রদানের জন্য কোন ধরনের টপােলজি ব্যবহার করেছেন?

19 / 25

19. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেলকে কয় ভাগে ভাগ করা হয়?

20 / 25

20. স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? [ম. বাে, ২০১৭]

21 / 25

21. নিচের কোন শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়?

22 / 25

22. কোন টপােলজির ওপর ভিত্তি করে ইন্টারনেট তৈরি করা হয়েছে?

23 / 25

23. কোন টপােলজিতে দুটি টার্মিনেটর থাকে?

24 / 25

24. কোনটি Network Topology?

25 / 25

25. কোন টপােলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে?
i. বাস।
ii. রিং
iii. মেশ

নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 0%

0%

Previous articleমডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleকুইজ-04 (76 থেকে 100) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং