উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
for(c=2;c<10;c=c+2)
(printf(''ICT'');
if(c= = 6)
break;}
ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে ?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
for(c=2;c<10;c=c+2)
(printf(''ICT'');
if(c= = 6)
break;}
if শর্তটি বাদ দিলে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে ?
কুয়েরি ভাষার উদাহারণ হচ্ছে-
i.QBE
ii.SQL
iii.QUEL
নিচের কোনটি সঠিক ?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
কোনো একটি কলেজের তিন হাজার ছাত্রের জন্য তৈরীকৃত ডেটাবেজের পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam এবং ব্যাক্তিগত তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরী করা হয়েছে।
উভয় ফাইলের মধ্যে সম্পর্ক ন্থাপনের জন্য কোন ফিল্ডটি অত্যাবশ্যক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
কোনো একটি কলেজের তিন হাজার ছাত্রের জন্য তৈরীকৃত ডেটাবেজের পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam এবং ব্যাক্তিগত তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরী করা হয়েছে।
Roll ফিল্ডের ডেটা টাইপ হতে পারে-
i.byte
ii.text
iii.integer
নিচের কোনটি সঠিক ?
সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজী বর্ণকে অন্তর্ভূক্ত করা যায়-
i.ASCII দ্বারা
ii.EBCDIC দ্বারা
iii.Unicode দ্বারা
নিচের কোনটি সঠিক ?
এনকোডারের ইনপুট হচ্ছে-
i.অক্টাল সংখ্যা
ii.দশমিক সংখ্যা
iii.হেক্সাডেসিমেল সংখ্যা
নিচের কোনটি সঠিক ?
প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন-
i.সমস্যা শনাক্তকরণ
ii.প্রোগ্রাম বাগ করা
iii.প্রোগ্রাম ডিবাগিং করা
নিচের কোনটি সঠিক ?
ফুল ডুপ্লেক্স মোডে চলে-
i.মোবাইল ফোন
ii.ল্যান্ড ফোন
iii.রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক ?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
নিরব নতুন ওয়েব ডেভেলপার।সে HTML ব্যাবহার করে ওয়েবপেজ তৈরী করে এবং হাইপারলিংক এর কাজ করে।
নিরব উদ্দিপকের কাজ করতে নিচের কোন ট্যাগটি ব্যাবহার করে?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
নিরব নতুন ওয়েব ডেভেলপার।সে HTML ব্যাবহার করে ওয়েবপেজ তৈরী করে এবং হাইপারলিংক এর কাজ করে।
নিরব যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা-
i.ওয়েবসাইটের একটা পেজের এক অংশের সাথে একই পেজের অন্য অংশের লিংক করা যায়
ii.ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়
iii.এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইট লিংক করা যায়
নিচের কোনটি সঠিক ?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলো এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলো পরস্পর চক্রাকারে যুক্ত।কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপোলজির পরিবর্তন করলেন।
কলেজটিতে কোন ধরনের টপোলজি ব্যাবহৃত হয়েচে ?
(১০০)২,এবং(AA)১৬ এর যোগফল কত ?