হোমপেজ দেখার জন্য আবশ্যক-
i.ওয়েব ব্রাউজার
ii.সার্চ ইন্জিন
iii.ইন্টারনেট
নিচের কোনটি সঠিক ?
নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
<html>
<head>
<title>This is My First Web Page</+title>
</head>
<body>
<hl>This is My Website<hl/>
<P><U>This is My Personal Website
</U></P>
</body>
</html>
উদ্দিপকের This is My Personal Website লাইনটির আউটপুট ধরণ কিরূপ হবে ?
নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
<html>
<head>
<title>This is My First Web Page</+title>
</head>
<body>
<hl>This is My Website<hl/>
<P><U>This is My Personal Website
</U></P>
</body>
</html>
উদ্দিপকের ৭ম লাইনটিতে personal শব্দের উপর ক্লিক করলে জীবন বৃত্তান্তের পেইজটি ওপেন করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যাবহার করতে হবে ?
মেশিন ভাষা-
i.অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়
ii.যন্ত্রের উপর নির্ভরশীল থাকে
iii.তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়
নিচের কোনটি সঠিক ?
মেশিন ভাষার প্রোগ্রাম-
সরাসরি ও দ্রুত কার্যকর হয়
কম্পিউটার সংগঠন বর্ণনা করে
লেখা সহজ ও সাধারনের ব্যাবহার উপযোগী
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দিপকটি পড় এবং প্রম্নের উত্তর দাও:
#include<studio.h>
main ( )
{int a=3,b;
b=++a;
Printf(``%d'',b);
প্রোগ্রাম রান করলে Printf( ) ফাংশনে b এর মান কত হবে?
নিচের উদ্দিপকটি পড় এবং প্রম্নের উত্তর দাও:
#include<studio.h>
main ( )
{int a=3,b;
b=++a;
Printf(``%d'',b);
অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে Printf ( ) ফাংশনে b এর মান ৮ হবে কী পরিবর্তন করলে?
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এর প্র্রধান কাজ হচ্ছে-
i.ডেটাবেজ তৈরী করে
ii.ডেটা এন্ট্রি ও সংরক্ষন করা
iii. রিপোর্ট তৈরী ও প্রিন্ট করা
নিচের কোনটি সঠিক ?
ক্রয়োসার্জারিতে -
i.টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করে
ii.নাইট্রোজেন ও অন্যান্য ক্রয়োজনিক এজেন্ট ব্যাবহার করা হয়
iii.অত্যাধিক শিতল তাপমাত্রা প্রয়োগ করতে হয়
নিচের কোনটি সঠিক ?
নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত।এদের অফিসের প্রবেশ পথে কাউকে হাতের আঙ্গুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অপিসে ডুকতে হয় ।কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমন্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়।এদের প্রত্যেকের দাবী হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরনের স্ব স্ব অফিসে ব্যাবহৃত পদ্ধতি অধিক কার্যকর।
উদ্দিপকে অফিসের প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে ?
নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত।এদের অফিসের প্রবেশ পথে কাউকে হাতের আঙ্গুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অপিসে ডুকতে হয় ।কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমন্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়।এদের প্রত্যেকের দাবী হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরনের স্ব স্ব অফিসে ব্যাবহৃত পদ্ধতি অধিক কার্যকর।
উদ্দিপকে ব্যাবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের দাবী পূরনে কোনটি সবচেয়ে বেশি কার্যকর ?
কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-
i.হার্ডওয়্যার রিসোর্স শেয়ার
ii.সফটওয়্যার রিসোর্স শেয়ার
iii.ইনফরমেশন শেয়ার
নিচের কোনটি সঠিক?
মডেম -
i.ডিজিটিাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে
ii.প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে
iii.ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসাবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মোহনা লক্ষ করল ,তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে।এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোন বাধা নেই।একটি দালানের উপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে ।
উদ্দিপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যাবহার করে ?
উদ্দিপকটি পড় এবং এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মোহনা লক্ষ করল ,তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে।এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোন বাধা নেই।একটি দালানের উপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে ।
উদ্দিপকের আকাশমুখী ব্যাবস্থা ব্যাবহার করা হয়-
i.টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে
ii.আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষন
iii.আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক ?
পজিশন্যাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্নয় করার জন্য দরকার-
i.সংখ্যাটিতে ব্যাবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান
ii.সংখ্যাটিতে ব্যাবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান
iii.সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি
নিচের কোনটি সঠিক ?
X-OR গেইট তৈরীতে ব্যাবহৃত হয়-
i.OR Gate
ii.AND Gate
iii.NOT Gate
নিচের কোনটি সঠিক ?
(১২)১০ এর সমকক্ষ বাইনারী কোনটি ?
উদ্দিপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:
উদ্দিপকের আউটপুট F এর সরলীকৃত মান কোনটি ?
উদ্দিপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও: