ফেনী সরকারি কলেজ,ফেনী,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান

কোনটি ডিএনএ এর নতুন সিকুয়েন্স তৈরীর প্রযুক্তি?

জেনেটিক ইন্জিনিয়ারিং এর মাধ্যমে -

i.জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়

ii.বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরী করা যায়

iii.খুব সহজে ব্যক্তি সনাক্ত করা যায়

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

গোপনে এক দুষ্কৃতকারী Feni.Govt.college এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল।কিন্তু কোনক্রমেই সে তথ্য ওপেন করতে পারলো না।কিংবা অন্য কম্পিউটারে নিয়েও তা ওপেন করতে ব্যর্থ েহলো।

দৃষ্কৃতকারীর কর্মকান্ডটি হচ্ছে-

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

গোপনে এক দুষ্কৃতকারী Feni.Govt.college এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল।কিন্তু কোনক্রমেই সে তথ্য ওপেন করতে পারলো না।কিংবা অন্য কম্পিউটারে নিয়েও তা ওপেন করতে ব্যর্থ েহলো।

দৃষ্কৃতকারীর ব্যার্থ হলো কারণ তথ্যগুলো ছিল-

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?

Wifi এবং Wimax এর মধ্যে পার্থক্য হচ্ছে-

i.কভারেজ এরিয়া

ii.ট্রান্সমিশন মোড

iii.ট্রান্সমিশন স্পিড

নিচের কোনটি সঠিক?

Bluetooth এর স্টান্ডার্ড হচ্ছে-

নেটওয়ার্ক ব্রিজ কাজ করে-

i.হাব এর মতো

ii.সুইচের মতো

iii.গেইটওয়ের মতো

নিচের কোনটি সঠিক?

০.২৫ দশমিক সংখ্যাকে বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করলে মান হয়-

i.(০.৪)১৬

ii.(০.০১)

iii.(০.২)

নিচের কোনটি সঠিক?

-5 এর 2 এর পরিপূরক মান কত?

পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন-

i.অংকের নিজস্ব মান

ii.সংখ্যাটির বেজ

iii.অংকের স্থানীয় মান

নিচের কোনটি সঠিক?

X-NOR গেইটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে-

(৪২)১০ সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-

i.প্রকৃত মান গঠন

ii.১-এর পরিপূরক গঠন

iii.২-এর পরিপূরকত গঠন

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

Y=1 পেতে হলে,A এবং B এর মান হবে-

i.A=0,B=0

ii.A=0,B=1

iii.A=1,B=0

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নেরি উত্তর দাও:

< html >

< body >

< h1 >ICT </ hl >

</ body >

</ html >

প্রাপ্ত আউটপুটে কী দেখাবে?

HTML ট্যাগের চিহ্ন কোনটি?

টেবিল তৈরীতে কোন ট্যাগ ব্যবহৃত হয়?

i.< h >

ii.< th >

iii.< td >

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

রিনা সি-ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়।প্রোগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

উদ্দিপকে উদ্ভদ সমস্যার কারণ কোনটি?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

রিনা সি-ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়।প্রোগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

উদ্দিপকের ন্যায় প্রোগ্রাম তৈরীর ক্ষেত্রে প্রয়োজন?

i.বিশেষ ডেটাবেজ প্রোগ্রামিং ভাষা জানা থাকা

ii.চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা

iii.ইনপুট ও আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা

নিচের কোনটি সঠিক?

প্রোগ্রাম ফ্লোচার্ট প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়েছে?

কাউন্টার ব্যবহৃত হয়-

i.ডিজিটাল কম্পিউটারে

ii.ডিজিটাল ঘড়িতে

iii.টাইমিং সিগন্যালে

নিচের কোনটি সঠিক?

SQL এর পূর্ণরূপ কোনটি ?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

রোল নাম জন্মতারিখ
A ১১ মে,৯৯
B ১৩ জুন,৯৯
C ২৩ জুন,৯৯
রোল নাম জিপিএ
A ৫.০০
B ৪.৭৫
C ৪.৮৯

টেবিল দুটির মধ্যে কি রিলেশন বিদ্যামান?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

রোল নাম জন্মতারিখ
A ১১ মে,৯৯
B ১৩ জুন,৯৯
C ২৩ জুন,৯৯
রোল নাম জিপিএ
A ৫.০০
B ৪.৭৫
C ৪.৮৯

১ম টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি?

i.Text

ii.Number

iii.Date/Time

নিচের কোনটি সঠিক?

ফেনী সরকারি কলেজ,ফেনী,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleহাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজ,চাঁদপুর,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান
Next articleব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ,ব্রাহ্মণবাড়িয়া,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান