জেনেটিক ইন্জিনিয়ারিং এর মাধ্যমে -
i.জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়
ii.বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরী করা যায়
iii.খুব সহজে ব্যক্তি সনাক্ত করা যায়
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
গোপনে এক দুষ্কৃতকারী Feni.Govt.college এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল।কিন্তু কোনক্রমেই সে তথ্য ওপেন করতে পারলো না।কিংবা অন্য কম্পিউটারে নিয়েও তা ওপেন করতে ব্যর্থ েহলো।
দৃষ্কৃতকারীর কর্মকান্ডটি হচ্ছে-
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
গোপনে এক দুষ্কৃতকারী Feni.Govt.college এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল।কিন্তু কোনক্রমেই সে তথ্য ওপেন করতে পারলো না।কিংবা অন্য কম্পিউটারে নিয়েও তা ওপেন করতে ব্যর্থ েহলো।
দৃষ্কৃতকারীর ব্যার্থ হলো কারণ তথ্যগুলো ছিল-
Wifi এবং Wimax এর মধ্যে পার্থক্য হচ্ছে-
i.কভারেজ এরিয়া
ii.ট্রান্সমিশন মোড
iii.ট্রান্সমিশন স্পিড
নিচের কোনটি সঠিক?
নেটওয়ার্ক ব্রিজ কাজ করে-
i.হাব এর মতো
ii.সুইচের মতো
iii.গেইটওয়ের মতো
নিচের কোনটি সঠিক?
০.২৫ দশমিক সংখ্যাকে বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করলে মান হয়-
i.(০.৪)১৬
ii.(০.০১)২
iii.(০.২)৮
নিচের কোনটি সঠিক?
পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন-
i.অংকের নিজস্ব মান
ii.সংখ্যাটির বেজ
iii.অংকের স্থানীয় মান
নিচের কোনটি সঠিক?
(৪২)১০ সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-
i.প্রকৃত মান গঠন
ii.১-এর পরিপূরক গঠন
iii.২-এর পরিপূরকত গঠন
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
Y=1 পেতে হলে,A এবং B এর মান হবে-
i.A=0,B=0
ii.A=0,B=1
iii.A=1,B=0
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নেরি উত্তর দাও:
< html >
< body >
< h1 >ICT </ hl >
</ body >
</ html >
প্রাপ্ত আউটপুটে কী দেখাবে?
টেবিল তৈরীতে কোন ট্যাগ ব্যবহৃত হয়?
i.< h >
ii.< th >
iii.< td >
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রিনা সি-ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়।প্রোগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দিপকে উদ্ভদ সমস্যার কারণ কোনটি?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রিনা সি-ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়।প্রোগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দিপকের ন্যায় প্রোগ্রাম তৈরীর ক্ষেত্রে প্রয়োজন?
i.বিশেষ ডেটাবেজ প্রোগ্রামিং ভাষা জানা থাকা
ii.চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা
iii.ইনপুট ও আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা
নিচের কোনটি সঠিক?
কাউন্টার ব্যবহৃত হয়-
i.ডিজিটাল কম্পিউটারে
ii.ডিজিটাল ঘড়িতে
iii.টাইমিং সিগন্যালে
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রোল | নাম | জন্মতারিখ |
১ | A | ১১ মে,৯৯ |
২ | B | ১৩ জুন,৯৯ |
৩ | C | ২৩ জুন,৯৯ |
রোল | নাম | জিপিএ |
১ | A | ৫.০০ |
২ | B | ৪.৭৫ |
৩ | C | ৪.৮৯ |
টেবিল দুটির মধ্যে কি রিলেশন বিদ্যামান?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রোল | নাম | জন্মতারিখ |
১ | A | ১১ মে,৯৯ |
২ | B | ১৩ জুন,৯৯ |
৩ | C | ২৩ জুন,৯৯ |
রোল | নাম | জিপিএ |
১ | A | ৫.০০ |
২ | B | ৪.৭৫ |
৩ | C | ৪.৮৯ |
১ম টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি?
i.Text
ii.Number
iii.Date/Time
নিচের কোনটি সঠিক?