১৯৫৯ খ্রি: নওগাঁ সরকারি কলেজের জন্মবেদনা সূচিত হয়। তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আব্দুল বাতেন ই.সি.পি. এস. নওগাঁ শহরের উত্তর প্রান্তে এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ক্লান্তকর্মী মহকুমা প্রশাসক আব্দুর রব চৌধুরীর প্রচেষ্টায় কলেজের পরিকল্পনা বাস্তবায়িত হয়। ১৯৬২ খ্রি: স্থানীয় জনসাধারণের অর্থানুকূল্যে ৩ বছর মেয়াদী স্নাতক কোর্সের ভিত্তিতে একটি ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে সরকার কর্তৃক স্নাতক কোর্সটি ৩ বছর করার পরিকল্পনা কিছুদিনের মধ্যেই বাতিল হয় এবং এর কিছু পরে এর সঙ্গে যুক্ত হয় ইন্টারমিডিয়েট কোর্স। ১৯৮০ খ্রি: তে বি.এম.সি. কলেজসহ ডিগ্রী কলেজকে যৌথভাবে সরকার আত্তীকরণ করে; এর বর্তমান নাম নওগাঁ সরকারি কলেজ। ১৯৯৬ খ্রি: নওগাঁ সরকারি কলেজে প্রথম ১০ টি বিষয়ে অনার্স ও ৯টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়।– ১১ একর এর আয়তন।
Home নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র