মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. একটি HTML ফাইলে--
i. শুরু ট্যাগ হিসেবে থাকে
ii. প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে
iii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে
নিচের কোনটি সত্য?

2 / 25

2. টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার নিচের কোন ট্যাগে হলুদ হবে? [সি. বাে-১৭]

3 / 25

3. গুগল কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে?

4 / 25

4. XNOR এর স্থলে কোন গেইট বসালে আউটপুট 0 হবে?

5 / 25

5. উদ্দীপকের চিত্রে OR গেইটের পরিবর্তে করলে F এর মান কত হবে?

6 / 25

6. ওয়েব সাইটে ব্যবহারের জন্য ইউনিকোডের অলিখিত পদ্ধতি কোনটি?

7 / 25

7. নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত?

8 / 25

8. দশভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল--
i. ভারতীয় সংখ্যা পদ্ধতি
ii. চীনা সংখ্যা পদ্ধতি
iii. মায়ান সংখ্যা পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

9 / 25

9. ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ০ নির্দেশ করে--

10 / 25

10. বুলিয়ান আলজেব্রার মৌলিক কাজ--

11 / 25

11. (37.125)₁₀ এর বাইনারি মান কত?

12 / 25

12. NOMAD কোন প্রজন্মের ভাষা?

13 / 25

13. উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় পরিবর্তনের জন্য ব্যবহৃত অনুবাদক প্রােগ্রামগুলাে হলাে--
i. অ্যাসেম্বলার।
ii. কম্পাইলার
iii. ইন্টারপ্রেটার
নিচের কোনটি সঠিক?

14 / 25

14. সি ভাষায় নতুন লাইন তৈরির ব্যাকফ্ল্যাশ ক্যারেক্টার কোনটি?

15 / 25

15. Oracle পার্সোনাল ভার্সন বিশ্বের কয়টি ভাষায় ব্যবহার করা যায় ?

16 / 25

16. নেটওয়ার্ক টপােলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়--
i. সক্রিয় হাব
ii, নিষ্ক্রিয় হাব
ii. সুইচ

নিচের কোনটি সঠিক?

17 / 25

17. নিচের উদ্দীপকটি পড়
একটি রুমে থাকা ল্যাপটপগুলাে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক হবে কোনটি? [ঢা. বাে, ২০১৭]

18 / 25

18. www.khanacademy.org কি সংক্ৰান্ত ওয়েবসাইট ?

19 / 25

19. নিচের উদ্দীপকের আলোতে
শরীফ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি 3G ফোনে টেক্সট লিখে দেশে-বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে জানায় ।
তাদের কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুক-এর মাধ্যমে শরীফকে অভিনন্দন জানায় ।

শরীফের খবরটি পাঠানো হয়েছিলো যেভাবে --

20 / 25

20. যোগাযোগ ব্যাবস্থাকে কয়ভাগে ভাগ করা যায় ?

21 / 25

21. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—
i. চোখের মণি।
ii. আঙুলের ছাপ
iii. DNA
নিচের কোনটি সঠিক ?

22 / 25

22. জিওস্টেশনারি স্যাটেলাইটগুলাে পৃথিবীপৃষ্ঠ থেকে কত উপরে স্থাপন করতে হয় ?

23 / 25

23. আচরণগত বায়ােমেট্রিক্স পদ্ধতি কোনটি?

24 / 25

24. মলিকুলার কম্পােনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে? [দি-১৯]

25 / 25

25. Virtual Reality তে ব্যবহৃত সরঞ্জাম--
i. HMD:Head Mounted Display
ii. Gloves
iii. Keyboard

নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।