মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নিচের উদ্দীপকের —
রনি তার দোকানের দৈনিক হিসাব লিখেন। এতে তার অনেক সময় ও ব্যবসায় ক্ষতি হয়। সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞের পরামর্শে DBMS ব্যবহারের সিদ্ধান্ত নেন।

বেতন ২০,০০০ টাকার অধিক বুঝাতে কোনটি ব্যবহার করতে — [য. বাে, ২০১৬]

2 / 25

2. কুয়েরি ব্যবহার করা হয় ?
i. Data Input
ii. Data Update
iii. Data Delete

নিচের কোনটি সঠিক ?

3 / 25

3. ৫ কিলোবাইট ডেট আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত?

4 / 25

4. VAST এর পূর্ণ রূপ কী ?

5 / 25

5. তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়--

6 / 25

6. টেলি প্রেজেন্স-এর প্রয়োগক্ষেত্র কোনটি?

7 / 25

7. নিচের উপদ্দিপকের আলোতে
BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারে ।
উদ্দীপকে BRRI কর্তৃক ব্যাবহৃত প্রযুক্তি কোনটি ? [রা.বো ২০১৭]

8 / 25

8. ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে সামরিক প্রশিক্ষণের সময়-

9 / 25

9. মাইশার চালের বিপক্ষে কম্পিউটারও অনেক সময় চাল দিতে ভুল করে । কেননা, কৃত্তিম বুদ্ধিমত্তা --
i. তথ্য ও অভিজ্ঞতার আলােকে সিদ্ধান্ত গৃহীত হয়।
ii. দাবা খেলা সম্ভব নয়।
iii. লার্নিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

10 / 25

10. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়ােগ হলো--

11 / 25

11. কোনটি C ভাষায় ফাংশন নির্দেশ করে?

12 / 25

12. RGB (255, 255, 0) কোন রং নির্দেশ করে?

13 / 25

13. নিচের উদ্দীপকটি পড়

HSC Exam

উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড হচ্ছে--

14 / 25

14. ওয়েবপেজ ডিজাইন কোনটি? [ঢা. বাে-১৬]

15 / 25

15. EBCDIC কোড কোন ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয়?

16 / 25

16. কম্পিউটারে ব্যবহৃত বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন ও বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে কী বলে?

17 / 25

17. 1, 8, F ধারাটির পরবর্তী মান কত?

18 / 25

18. দশমিক চিহ্ন (.) ছাড়া সংখ্যাকে কী বলা হয়?

19 / 25

19. 6660 সংখ্যাটিতে ডান থেকে বামদিকের তৃতীয় সংখ্যাটির মান কত?

20 / 25

20. যে লজিক বর্তনী আলফানিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কী বলে? [ব, বাে, ২০১৭]

21 / 25

21. F = RS + R S সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?

22 / 25

22. ইউনিকোডের বিটের সংখ্যা কত? [র, বাে, ২০১৬]

23 / 25

23. NAND গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?

24 / 25

24. কোনো গেইটের যেকোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয় ?

25 / 25

25. সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংখ্যা গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে কী বলে?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।