মডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. টেবলের হেডিং-এর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়?

2 / 25

2. ISP এর পূর্ণ নাম কী? [দি.বাে-১৭]

3 / 25

3. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কট তৈরি ব্রা যাবে?

4 / 25

4. ট্রান্সমিশন সিষ্টেম থেকে ডেটা সিগনাল গ্রহণ করা কার কাজ?

5 / 25

5. কত সালে প্রথম মােবাইল ফোন ব্যবহার শুরু হয়?

6 / 25

6. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬]

7 / 25

7. কোনটি তারবিহীন MAN-এর সাথে সম্পর্কিত?

8 / 25

8. প্রােগ্রাম টেস্টিং এর পূর্ববর্তী ধাপ কোনটি?

9 / 25

9. নিচের উদ্দীপক অনুসারে
#include
'main (){ int a, s=0;
for(a = 1; a <= 5; a ++)
S = S + a; print f ("%d", s);
}

প্রােগ্রামটির আউটপুট কত?

10 / 25

10. EFT এর মাধ্যমে লেনদেন সংঘটিত হয়--

i. একই ব্যাংকের বিভিন্ন শাখার অ্যাকাউন্টের মধ্যে
ii. বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে
iii. বৈদেশিক ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি সঠিক ?

11 / 25

11. বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থাসমৃদ্ব স্থানকে কি বলে ?

12 / 25

12. বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি ?

13 / 25

13. নিচের উদ্দীপকটি পড়--
লােকমান সাহেব গবেষণা করে নানা প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন।
এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।
উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণায় সহায়তায় প্রযুক্তি কোনটি ?

14 / 25

14. নিচের উদ্দিপকের আলোকে ৯ও১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
মহন সাহের একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহন করেন। [দি. ২০১৬]

উদ্দিপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রমত ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো-
১. শিক্ষা ক্ষেত্রে
২. গোয়েন্দা নজরদারিতে
৩. সামাজিক যোগাযোগে

15 / 25

15. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
শিক্ষকদের পাঠদানে অংশ নিতে ইবাত যে অ্যাপ ব্যবহার করতে পারে --
i. Google Meet
ii. Skype
iii. Zoom

16 / 25

16. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন--

17 / 25

17. কোনটি বায়ােমেট্রিক্স-এ ব্যবহৃত হয়?

18 / 25

18. ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান- প্রদান পদ্ধতি কোনটি ?

19 / 25

19. কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিতে কম্পিউটারে ব্যবহৃত হয়--

i. ইলেকট্রনিক চিপ
ii. উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোপ্রসেসর
iii.রাউটার

নিচের কোনটি সঠিক ?

20 / 25

20. x = 1 এবং y = 0 হলে, x + y = কত?

21 / 25

21. ভগ্নাশযুক্ত সংখ্যার র্যাডিক্স পয়েন্টের বামদিকের অংশকে কী বলে?

22 / 25

22. দশমিক সংখ্যা 5601.205 এ MSD কত ?

23 / 25

23. রােমান সংখ্যা C কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?

24 / 25

24. দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়?

25 / 25

25. বুলিয়ান আলজেবরার প্রত্যেক চলকের কয়টি মান থাকে ?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।