মডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
66

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. চাকুরিজীবীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ এ পদ্ধতিতে --
i.কর্মদক্ষতা বৃদ্ধি পায়
ii. অতিরিক্ত উপার্জন করা যায়
iii. সময়ের সাশ্রয় হয়

নিজের কোনটি সঠিক ?

2 / 25

2. অর্থনৈতিক উন্নয়ন বলতে বুঝায়---

3 / 25

3. নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে? [সকল বাে. ২০১৮]

4 / 25

4. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? [মা, বাে, ২০১৭]

5 / 25

5. উদ্দীপকের আলোতে
ডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ।

বন্ধুর চিকিৎসায় ব্যাবহৃত পদ্ধতির প্রভাবে --- [য. বো. ২০১৯]

i. পার্শ্ব-পতিক্রিয়া কম হবে ii. রোগীর ব্যথা কম হবে
iii. সুস্থ হতে সময় কম লাগবে

নিচের কোনটি সঠিক ?

6 / 25

6. প্রযুক্তি দ্বারা ক্ষতিগ্রস্থ বিপন্ন পেশার তালিকায় শীর্ষে রয়েছে নিম্নের কোনটি ?

7 / 25

7. প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? [দি, বাে. ২০১৬]

8 / 25

8. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে-
১. ভিডিও কনফারেন্স
২. টেলি মেডিসিন
৩. ই-মেইল

9 / 25

9. একই ধরনের ডেটা থাকে কোনটিতে? | [ঢা, বাে. ২০১৭]

10 / 25

10. SQL এর সাহায্যে করা যায়–
i. ডেটা অবজেক্ট তৈরি
ii. ডেটা কুয়াের।
iii. ডেটা সন্নিবেশ

নিচের কোনটি সঠিক?

11 / 25

11. উদ্দীপকটি পড় –
জেরি সি-ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে, যাতে ২টি সংখ্যার
যোগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণ কোনটি?

12 / 25

12. C প্রােগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি?

13 / 25

13. "a" এর মানের কোন কোন পরিবর্তনে আউটপুট 6 হবে?

14 / 25

14. টেবিলের প্রতি সেল বা ঘরগুলাে ফাকা ফাঁকা না রেখে একটির সাথে অন্যটি একেবারে লাগিয়ে রাখতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়?

15 / 25

15. টেবলের হেডিং-এর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়?

16 / 25

16. HTML এ

Tag ব্যবহার করা হয়--

17 / 25

17. NOR এর আউটপুট ০ (শূন্য) হবে, যখন-- [ঢা, বাে. ২০১১]
i. সবগুলাে ইনপুটে
ii. সবগুলাে ইনপুটে ০
iii. যে কোনাে একটি ইনপুটে

নিচের কোনটি সঠিক?

18 / 25

18. কোন লজিক গেইটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে?

19 / 25

19. মােবাইল ফোনের কোন প্রজন্ম হতে SMS সেবা চালু হয়?

20 / 25

20. জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে কী বলে?

21 / 25

21. কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ?

22 / 25

22. ভিন্ন ভিন্ন প্রটোকলের একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়?

23 / 25

23. কম্পউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

24 / 25

24. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?

25 / 25

25. কি বোড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহ্রত ট্রান্সমিশনের বৈশিষ্ট হলো-
১. ডেটা ব্লক আকারে স্তানান্তরিত হয়
২. যেকোন সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে
৩. প্রাইমারি ষ্টোরেজ ডিভাইজরে প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।