২. বিশ্বগ্রামের প্রভাব রয়েছে-
i. মানবিক ও সামাজিক অগ্রতির ওপর
ii. অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ওপর
iii. সংস্কৃতি ও রাজনৈতিক অগ্রগতির ওপর
নিচের কোনটি সঠিক?
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
F= ?
C ভাষায় ব্যবহৃত লজিক্যাল অপারেটর হলো-
i.&&
ii.||
iii.!
নিচের কোনটি সঠিক?
৮. ফ্লোচার্টে এই প্রতীকের অর্থ হলো-
i. ইনপুট
ii. প্রক্রিয়াকরণ
iii. আউটপুট
নিচের কোনটি সঠিক?
৩৪৮ সংখ্যাটি হতে পারে-
i. অকট্যাল
ii. ডেসিমাল
iii. হেক্সাডেসিমাল
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :সবুজ গ্রাম থেকে ঢাকায় আসে। বন্ধু রনি তাকে একটি বহুজাতিক কোম্পানিতে নিয়ে যায়। সেখানে প্রবেশের জন্য আঙ্গুল ব্যবহৃতহয়। এরপর তারা একটি হাসপাতালে গিয়ে সেখানে স্প্রে করে শৈল্য চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপর তারা পার্ক গিয়ে বিশেষ ধরনেরহেলমেট ও চশমা পড়ে অনেকক্ষণ মজা করে ড্রাইভিং করে।
১৩. পার্কে ব্যবহৃত প্রযুক্তিটি কী?
১৪. অফিস ও হাসপাতালে ব্যবহৃত প্রযুক্তি দুটির সাহায্যে-
i. মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যাবে
ii. চিকিৎসাক্ষেত্রে ব্যবহার করা যাবে
iii. ঘরে বসেই তার পণ্যের বিজ্ঞাপন দিতে পারবে
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
#include<stdio.h>
main ( )
{
int p=9,q,r;
q=-p;
r=p-;
printf("\n%d%d%d",p,q,r);
}
প্রোগ্রামটি নির্বাহে p,q ও r এর মান কত হবে?
p,q,ও r এর মান 9 9 9 পেতে হলে প্রোগ্রামে কি পরিবর্তন হবে?
i.q=++p
ii.q=p++;
iii.r=\p;
নিচের কোনটি সঠিক ?
১৯. অপটিক্যাল ফাইবার-
i. বিদ্যুৎ চুম্বক প্রভাবযুক্ত
ii. উচ্চগতির সম্পন্ন
iii. পরিবেশের প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক?
২২. C3 কম্পিউটারটি নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটিতে কী পরিবর্তন হবে?
NOR গেইট ব্যবহার করা যায়-
i.OR gate
ii.AND gate
iii.NOT gate
নিচের কোনটি সঠিক?