উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
একটি রুমে থাকা ল্যাপ্টপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহন করা হয়।
উদ্দিপকে উল্লেখিত নেটওয়ার্ক হবে কোনটি?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
একটি রুমে থাকা ল্যাপ্টপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহন করা হয়।
উদ্দিপকের নেটওয়ার্ক-
i.ক্যাবলের মাধ্যমে
ii.ক্লায়েন্ট সার্ভার
iii.ওয়াইফাই এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
XOR গেইট যে সকল গেইটের দ্বারা গঠন করা যায়-
i.OR
ii.AND
iii.NOT
নিচের কোনটি সঠিক?
নিচের সত্যক সারণিটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:
A | B | X |
0 | 0 | 1 |
0 | 1 | 0 |
1 | 0 | 0 |
1 | 1 | 1 |
সত্যক সারণিটি যে গেইটকে নির্দেশ করে তার বীপরিত গেইটের নাম কী?
নিচের সত্যক সারণিটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:
A | B | X |
0 | 0 | 1 |
0 | 1 | 0 |
1 | 0 | 0 |
1 | 1 | 1 |
সত্যক সারণিটির লজিক ফাংশন হলো-
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরী করল,যেখানে ওয়েবপেজসমূহ বহূস্তরে বিন্যস্ত।পরবর্তীতে ওয়েবপেজটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করল।
ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরী করল,যেখানে ওয়েবপেজসমূহ বহূস্তরে বিন্যস্ত।পরবর্তীতে ওয়েবপেজটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করল।
গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে-
i.ডোমেইন নেউম রেজিস্ট্রেশন করা
ii.ওয়েবপেজসমূহ সমান করা
iii.ওয়েবসাইট হোস্টিং করা
নিচের কোনটি সঠিক?