১. রোগী দূরের ডাক্তারের কাছে থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে?
২. কোনটির অবদান বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি?
৩. নিচের কোনটি জীবদেহের ডিএনএ (DNA)-এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক?
৪. কম্পিউটার অপরাধের অর্ন্তভুক্ত বিষয় হলো-
i. সফটওয়্যার পাইরেসি
ii. প্লেজিয়ারিজম
iii. ডেটা চুরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেকটার ট্রান্সমিট হয়?
৬. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
৭. ওয়াই-ম্যাক্স হলো-
i. এক ধরনের তারবিহীন নেটওয়ার্ক
ii. বিনা তারে ব্রড ব্যান্ড সেবা দেওয়ার প্রযুক্তি
iii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. (২৬)৮ এর বাইনারি মান কত?
৯. ১১০০ ও ১১১ এর বাইনারি যোগফল কত?
১০. (১F)১৬ এর সাথে ১ যোগ করলে যোগফল কত হবে?
A+B=A.B সূত্রটি কে প্রদান করেন?
4 ইনপুট বিশিষ্ঠ OR গেইটের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
চিত্রে F এর মান কত?
১৪. মার্কআপ ল্যাংগুয়েজ কোনটি?
১৫. HTML এর পরবর্তী লাইন বা ব্রেকে যাওয়ার জন্য কোন Tag ব্যবহার করা হয়?