(43)8-(10)8=কত?
(-12)10 এর সঠিক মান-
i.10001100
ii.11110011
iii.11110100
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান বর্তমানে তাদের কর্মী ব্যবস্থাপনায় ও অভ্যন্তরীণ নিরাপত্তায় নতুন প্রযুক্তি ব্যবহার করছে।প্রতিষ্ঠানটি দীর্ঘ গবেষনায় নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যা বিরূপ প্রাকৃতিক দুর্যোগেও নষ্ট হয় না।বিভিন্ন দেশি বিদেশী প্রতিষ্ঠানের সাথে তারা তাদের গবেষনা বিনিময় করে থাকে।
উদ্দিপকের প্রতিষ্ঠানটির বিদ্যামান অবস্থায়-
i.তথ্যপ্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হয়
ii.জীববৈচিত্রের সৃষ্টি পথ সুগম হয়
iii.নতুন গবেষণার ক্ষেত্র তৈরী হয়
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান বর্তমানে তাদের কর্মী ব্যবস্থাপনায় ও অভ্যন্তরীণ নিরাপত্তায় নতুন প্রযুক্তি ব্যবহার করছে।প্রতিষ্ঠানটি দীর্ঘ গবেষনায় নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যা বিরূপ প্রাকৃতিক দুর্যোগেও নষ্ট হয় না।বিভিন্ন দেশি বিদেশী প্রতিষ্ঠানের সাথে তারা তাদের গবেষনা বিনিময় করে থাকে।
উদ্দিপকে উল্লেখিত প্রযুক্তিটি কোনটি?
ই-কমার্সের অন্তর্ভূক্ত -
i.বিপণন
ii.সরবরাহ
iii.লেনদেন
নিচের কোনটি সঠিক?
লজিক চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:
চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:
P=0 পেতে হলে A ও B এর মান হবে-
URL এর অংশগুলো হলো-
i.প্রোটোকল নেইম
ii.হোস্ট নেইম
iii.ডায়রেক্টরি নেইম
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
#include < stdio.h >
int main( )
{
int i;
for(i=1;<=5;i++)
{
if(i==3)
break;
printf("%d",i);
}
উদ্দিপকের আউটপুট কি হবে?
উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
একটি অফিসের কর্পোরেট ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটার ডিভাইসসমূহকে একটি নেটওয়ার্কের আনার পরিকল্পনা করা হয়েছে।
তাদের নেটওয়ার্কটি কী ধরনের হবে?
উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
একটি অফিসের কর্পোরেট ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটার ডিভাইসসমূহকে একটি নেটওয়ার্কের আনার পরিকল্পনা করা হয়েছে।
উক্ত অফিসের নেটওয়ার্কটিকে তারবিহীন প্রযুক্তিতে গড়ে তুলতে কোন ফ্রিকুয়েন্সি সীমা ব্যবহৃত হবে?