বি এ এফ শাহীন কলেজ ,চট্টগ্রাম ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. DNA-এর সাথে সম্পর্কিত প্রযু্িকত হচ্ছে-

i. বায়োমেট্রিক্স

ii. বায়োইনফরমেট্রিক্স

iii. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও : মি. তাহসান তার ফ্যাক্টরিতে উৎপাদিত চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখতে প্যাকেটজাত করণে মাইক্রোস্কাপিক অনু দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করে। এতে করে পণ্যের বাজারে তার অবস্থা আরো শক্তিশালী হয়

২. মি. তাহসানের ব্যবহৃত প্রযুক্তিটি হলো-

৩. বাজারে মি. তাহসানের শক্ত অবস্থানের কারণ কোনটি? i. আকর্ষণীয় মোড়কযুক্ত ii. আর্দ্রতা প্রতিরোধী iii. পরিবহন সুবিধা। নিচের কোনটি সঠিক:-

৪. নিচের কোন ডিভাইসটি ভিন্ন প্রটোকল বিশিষ্ট দুটি নেটওয়ার্ককে যুক্ত করতে ব্যবহৃত হয়?

৫. প্রতীক দ্বারা কী বোঝায়- i. ইনপুট ii. প্রক্রিয়াকরণ iii. আউটপুট । নিচের কোনটি সঠিক?

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :

main ( )

int n

Scanf("%d", & n)

Printf("%d",sqrt(n));

}

৬. উদ্দীপকে ব্যবহৃত ডাটা টাইপের জন্য কত বাইট মেমোরি প্রয়োজন ?

৭. উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল হলো-

i. Stdio.h

ii. Conio.h

iii. math.h

নিচের কোনটি সঠিক?

৮. (১১১০১)২ + (১০১১১)২ এর যোগফল হলো-

৯. Height এবং Weight অ্যাট্রিবিউট ব্যবহৃত ট্যাগ হচ্ছে-

i.table

ii. img

iii. font

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১০. (১০০১.০০১০) এর দশমিক মান নিচের কোনটি?

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও : সোহান একটি ওয়েবসাইট তৈরি করল যাতে পেজগুলো বহুস্তরে বিন্যস্ত এবং সাইটটি আকর্ষণীয় করার জন্য ছবিও সংযুক্ত করা হয়েছে।

১১. সোহানের ওয়েবসাইটের কাঠামো হলো-

১২. সোহানের ওয়েবসাইটে সয়ুক্তি ছবির নামে থাকতে পারে-

i. jpg ii. png iii. bmp

নিচের কোনটি সঠিক?

১৩. কোনটি মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিট করে?
DNA Analysis এর জন্য কোন প্রযুক্তি ব্যববহার হয়?
১৫. বাইনারি সংখ্যা ১১১১১ এর পরের সংখ্যাটি কত?
১৬. C ভাষায় লেখা প্রোগ্রামকে কী কোড বলা হয়?

১৭. DBMS-এর সুবিধা হলো-i. ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা যায়

ii. একই ডেটার উপর কেবল একজনই কাজ করতে পারে

iii. ডেটাকে Encrypt করে রাখা যায়

নিচের কোনটি সঠিক?

১৮. সি প্রোগ্রামে সিদ্ধান্ত গ্রহণের কমান্ডটি হচ্ছে-

i. if

ii. for

iii. if-else

নিচের কোনটি সঠিক?

নিচের চিত্রটি লক্ষ কর এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও

i. OR গেইট ii.AND গেইট iii.X-OR গেইট

নিচের কোনটি সঠিক?

২০. উদ্দীপকের বর্তনীর আউটপুট C = 1 পেতে হলে A ও B এর মান হবে?
২১. নিচের কোনটি বুদ্ধিমান ডিভাইস?
২২. কোন টপোলজিতে তারের খরচ সব থেকে বেশি?

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও : একটি ডেটাবেজ ও একশতটি ভ্যালু সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রীর নাম, রোল, বিষয় ও জিপিএ সম্বলিত ৪ টি করে ফিল্ড আছে।

২৩. উক্ত ডেটাবেজ এর রেকর্ডের সংখ্যা কত হবে?

২৪. রোল ফিল্ডটি হতে পারে-

i.Text

ii. Number

iii. Auto Number

নিচের কোনটি সঠিক?

২৫. এক্সিকিউশনের পর কোন ফাইল হতে প্রোগ্রামের রেজাল্ট পাই?
বি এ এফ শাহীন কলেজ ,চট্টগ্রাম ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleসরকারি সিটি কলেজ ,চট্টগ্রাম ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleমহিলা কলেজ ,চট্টগ্রাম ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।