১. DNA-এর সাথে সম্পর্কিত প্রযু্িকত হচ্ছে-
i. বায়োমেট্রিক্স
ii. বায়োইনফরমেট্রিক্স
iii. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও : মি. তাহসান তার ফ্যাক্টরিতে উৎপাদিত চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখতে প্যাকেটজাত করণে মাইক্রোস্কাপিক অনু দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করে। এতে করে পণ্যের বাজারে তার অবস্থা আরো শক্তিশালী হয়
২. মি. তাহসানের ব্যবহৃত প্রযুক্তিটি হলো-
৩. বাজারে মি. তাহসানের শক্ত অবস্থানের কারণ কোনটি? i. আকর্ষণীয় মোড়কযুক্ত ii. আর্দ্রতা প্রতিরোধী iii. পরিবহন সুবিধা। নিচের কোনটি সঠিক:-
৫. প্রতীক দ্বারা কী বোঝায়- i. ইনপুট ii. প্রক্রিয়াকরণ iii. আউটপুট । নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
main ( )
int n
Scanf("%d", & n)
Printf("%d",sqrt(n));
}
৬. উদ্দীপকে ব্যবহৃত ডাটা টাইপের জন্য কত বাইট মেমোরি প্রয়োজন ?
৭. উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল হলো-
i. Stdio.h
ii. Conio.h
iii. math.h
নিচের কোনটি সঠিক?
৯. Height এবং Weight অ্যাট্রিবিউট ব্যবহৃত ট্যাগ হচ্ছে-
i.table
ii. img
iii. font
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. (১০০১.০০১০)২ এর দশমিক মান নিচের কোনটি?
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও : সোহান একটি ওয়েবসাইট তৈরি করল যাতে পেজগুলো বহুস্তরে বিন্যস্ত এবং সাইটটি আকর্ষণীয় করার জন্য ছবিও সংযুক্ত করা হয়েছে।
১১. সোহানের ওয়েবসাইটের কাঠামো হলো-
১২. সোহানের ওয়েবসাইটে সয়ুক্তি ছবির নামে থাকতে পারে-
i. jpg ii. png iii. bmp
নিচের কোনটি সঠিক?
১৭. DBMS-এর সুবিধা হলো-i. ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা যায়
ii. একই ডেটার উপর কেবল একজনই কাজ করতে পারে
iii. ডেটাকে Encrypt করে রাখা যায়
নিচের কোনটি সঠিক?
১৮. সি প্রোগ্রামে সিদ্ধান্ত গ্রহণের কমান্ডটি হচ্ছে-
i. if
ii. for
iii. if-else
নিচের কোনটি সঠিক?
নিচের চিত্রটি লক্ষ কর এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও
i. OR গেইট ii.AND গেইট iii.X-OR গেইট
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও : একটি ডেটাবেজ ও একশতটি ভ্যালু সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রীর নাম, রোল, বিষয় ও জিপিএ সম্বলিত ৪ টি করে ফিল্ড আছে।
২৩. উক্ত ডেটাবেজ এর রেকর্ডের সংখ্যা কত হবে?
২৪. রোল ফিল্ডটি হতে পারে-
i.Text
ii. Number
iii. Auto Number
নিচের কোনটি সঠিক?