মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. ক্রায়ােসার্জারির ক্ষেত্রে সমন্বিতভাবে ব্যবহৃত হয়-
i. প্রােপেন।
ii. অ্যালকোহল
iii. ডাইমিথাইল ইথার

নিচের কোনটি সঠিক?

2 / 25

2. তথ্য প্রযুক্তির সাহায্য মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে সনাক্ত করাকে কি বলে ?

3 / 25

3. উদ্দীপকের আলোতে
ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের
মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেলেন সমুদ সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।
শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?

4 / 25

4. ‘কিউরিসিটি' নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানাে হয়েছে?

5 / 25

5. কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত ?

6 / 25

6. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে--
i. ডিএনএ অণু কাটা যায়।
ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়
iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে। লাগানাে যায়
নিচের কোনটি সঠিক?

7 / 25

7. সাধারণ DNA অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে DNA থাকে, তাকে কী বলে?

8 / 25

8. বায়ােইনফরমেটিক্স-এর প্রধান গবেষণার বিষয় হলাে –
i.ইমেজ বিশ্লেষণ
ii. জিন-এর সূত্র বিশ্লেষণ
iii.ধারা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক ?

9 / 25

9. এক ন্যানোমিটার সমান কত মিটার?

10 / 25

10. রােবটিক্সের অধিভুক্ত বিষয় হলাে--
i. বিজ্ঞান
ii.রসায়ন
iii. ইঞ্জিনিয়ারিং
নিচের কোনটি সঠিক ?

11 / 25

11. টেলিমেডিসিন ব্যবস্থাটি কিসের সাথে সম্পকিত ?

12 / 25

12. দূরশিক্ষন শিক্ষা ব্যাবস্থার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা –
i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে
ii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রন করতে পারবে
iii. শিক্ষকের লেকচার নোটগুলা ওয়েবসাইটে দেখতে পারবে

নিচের কোনটি সঠিক ?

13 / 25

13. নিচের উদ্দীপকটি পড়—
প্রােগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম এনালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রােগ্রাম কীভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলােকে প্রােগ্রাম রচনা শুরু করল।

উদ্দীপকের চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতিকে কী বলা হয়?

14 / 25

14. সি প্রােগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হলাে–

15 / 25

15. সি-ভাষায় ধ্রুবক ঘােষণা করার নিয়ম হলাে- [চ. বাে-২০১৯]
i. const float pi =3.1416;
ii. float pi = 3.1416;
iii. #define pi 3.1416 .
নিচের কোনটি সঠিক?

16 / 25

16. 2 ও 3 নং গেইটের কীরূপ পরিবর্তন করলে F এর মান শুন্য হবে ?

17 / 25

17. 2's Complement পদ্ধতিতে বিয়ােগ করা হয়--

18 / 25

18. কোনটি যৌগিক লজিক গেইট?

19 / 25

19. আলফানিউমেরিক কোড কয়টি?

20 / 25

20. A + BC = কত?

21 / 25

21. নিচের উদ্দীপকটি পড়
শিক্ষক ছাত্রকে রােল নং জিজ্ঞাসা করল ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রােল নং 1101 বলল।

উদ্দীপকের রােল নং এর সমকক্ষ সংখ্যা হলাে--
i. (13)₁₀
ii. (11)₁₆
iii. (15)₈

নিচের কোনটি সঠিক?

22 / 25

22. যদি P,Q,R,S চারটি বুলিয়ান চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?

23 / 25

23. কোন টপােলজিতে প্রায় সব ধরনের নেটওয়ার্ক সংযুক্ত থাকে?

24 / 25

24. ডেটা কমিউনিকেশনে গন্তব্য হচ্ছে—
i. সার্ভার ।
ii. টেলিফোন।
iii. মােবাইল।
নিচের কোনটি সঠিক?

25 / 25

25. ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কমিউনিকেশনের কয়টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।