মডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 66 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. HTML--- i. শেখা সহজ ii. কেস সেনসিটিভ iii. রক্ষণাবেক্ষণ সহজ নিচের কোনটি সঠিক? a. i b. i ও iii c. i,ii ও iii d. ii ও iii 2 / 25 2. কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কম্পিউটারে রাখা হয়, তাকে কী বলা হয়? a. হােস্ট কম্পিউটার b. মাদার কম্পিউটার c. হাউজ কম্পিউটার d. হােম কম্পিউটার 3 / 25 3. কোন ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না? i. ii. i iii. নিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i ও iii c. ii d. i 4 / 25 4. 'C' এর জনক কে? a. Dennis Ritche b. Lady Ada Augusta c. Bill Gates d. Bjrne Stroustrup 5 / 25 5. নিচের উদ্দীপকটি পড় #include #include main () int a, b, c; printf ("Enter Value;"); scanf (%d%d", &a,&b); c=a + b; printf ("\nc=%d",c); getch 0; } উদ্দীপকে প্রাপ্ত আউটপুটে i. c এর মান প্রদর্শন করবে। ii. যােগফল প্রদর্শন করবে। iii. a ও b এর মান প্রদর্শন করবে নিচের কোনটি সঠিক? a. i ও ii b. ii ও iii c. i,ii ও iii d. i ও iii 6 / 25 6. প্রােগ্রামটির আউটপুট কত? a. 31 b. 12 c. 21 d. 43 7 / 25 7. আঙুলের ছাপচিত্র তৈরিতে ফিঙ্গার প্রিন্ট মেশিন বিবেচনা করে-- i.আঙুলের রেখার বিন্যাস ii. ত্বকের টিস্যু iii.রক্তের গ্রুপ নিচের কোনটি সঠিক? a. iii b. ii ও iii c. i, ii ও iii d. i ও ii 8 / 25 8. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন। উদ্দিপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে- ১. বিশেষ সফটওয়ার প্রয়োজন ২. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে ৩. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে a. ১ও৩ b. ১,২ও৩ c. ১ও৩ d. ১ও২ 9 / 25 9. বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন- (ঢা-16, কু-16) a. বিল গেটস b. মার্শাল ম্যাকলুহান c. মার্ক জাকারবার্গ d. টিম বার্নার্স লি 10 / 25 10. ই-লার্নিং এর সুবিধা হলো -- i. পারস্পরিক মিথক্রিয়ায় পাঠদান ii. যেকোনো স্থান থেকে শিক্ষাদান iii. কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান নিচের কোনটি সঠিক ? a. i , ii ও iii b. i ও ii c. ii ও iii d. i ও iii 11 / 25 11. কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে? a. পৃথিবীতে b. পৃথিবীর কক্ষপথে c. মঙ্গলগ্রহে d. সূর্যের কক্ষপথে 12 / 25 12. ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছে পাওয়া রোগীর চিকিৎসাকে কী বলে ? a. টেলিমেডিসিন b. ই -মেডিসিন c. ই - টেলিফোন d. মেডিকেল সার্ভিস 13 / 25 13. রোগীর তথ্য সংরক্ষণের ব্যাবহৃত সফটওয়্যার হলো -- i. Theraphy Notes ii. iCliniq iii. Care 360 নিচের কোনটি সঠিক ? a. i , ii ও iii b. i ও ii c. ii ও iii d. i ও iii 14 / 25 14. বুলিয়ান আলজেব্রার ভিত্তি হলো-- a. Ture-False b. High - Low c. Yes-No d. On-Off 15 / 25 15. প্রাচীনকালে মানুষ গণনাকার্য সম্পাদন করার জন্য যা ব্যবহার করতো ? i. হাতের আঙুল ii. নুড়ি পাথর iii. রশির গিরা নিচের কোনটি সঠিক? a. iii b. i,ii ও iii c. i ও iii d. ii ও iii 16 / 25 16. ডেটা ট্রান্সফরমার ও হার 4G নেটওয়ার্কে সর্বোচ্চ কত? a. 25 mbps b. 100 mbps c. 10 mbps d. 50 mbps 17 / 25 17. দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী? a. GSM ও CDMA সুবিধা b. TACs অ্যাকসেস কমিউনিকেশন c. ভিডিও কনফারেন্সিং সুবিধা d. HSPA ও 3GPP স্ট্যান্ডার্ড চালু 18 / 25 18. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি ? a. জ্যাকেট b. কোর c. বাফার d. ক্লাডিং 19 / 25 19. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স মােডে কাজ করে? a. রেডিও ব্রডকাস্টিং যন্ত্রাংশ b. সবগুলাে c. মােবাইল ফোন d. ওয়াকি-টকি 20 / 25 20. ডেটা সংঘর্ষ এড়ানাের জন্য সুইচ প্রতিটি কম্পিউটারের কী ব্যবহার করে? a. CAN b. MAC c. PAN d. MAN 21 / 25 21. Wi-Max এর স্ট্যান্ডার্ড কত? a. 802.11 GHz b. 802.11a GHz c. 802.15 GHz d. 802.16 GHz 22 / 25 22. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে কয়ভাগে ভাগ করা হয়? a. ৪ b. ৬ c. ৮ d. ২ 23 / 25 23. যখন কপার ওয়্যারসমূহ টুইটেস্ট করা হয়, তখন কি ফলাফল হয় ? a. EMI কমে b. রোধ কমে c. পরিবাহিতা কমে d. তার স্থায়ী হয় 24 / 25 24. মাইক্রোওয়েভের স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি কত? a. 10 Hz-500 Hz b. 2GHz - 50 GHz c. 1GHz- 100 GHz d. 500 Hz - 100 Hz 25 / 25 25. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত? a. 200 Mbps b. 40 Gbps c. 100 x Mbps d. 2 Gbps Your score isThe average score is 37% LinkedIn Facebook VKontakte 0% Restart quiz RELATED ARTICLESMORE FROM AUTHOR মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । Go to mobile version