সরকারি শাহ সুলতান কলেজ,বগুড়া ,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান

গ্লোবাল ভিলেজের ধারণায়-

i.বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুশের মধ্যে ইলেকট্রনিক যোগাযোগ ও যাতায়াতের সুযোগ থাকে

ii.বিভিন্ন দেশের মানুষের মধ্যে সংস্কৃতি বিনিময়ের সুযোগ থাকে

iii. এক অঞ্চলের উন্নত প্রযুক্তি খুব দ্রুত অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:

চিকিৎসাশাস্ত্রে নতুন প্রযুক্তি আবিষ্কারের ফলে অকালে মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে।ফলে মানুসের গড় আয়ু ও বৃদ্ধি পাচ্ছে।

উদ্দিপকে প্রযুক্তি কোনটি?

উদ্দিপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:

চিকিৎসাশাস্ত্রে নতুন প্রযুক্তি আবিষ্কারের ফলে অকালে মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে।ফলে মানুসের গড় আয়ু ও বৃদ্ধি পাচ্ছে।

উদ্দিপকে নতুন প্রযুক্তির ব্যবহার হয়-

i.ইনসুলিন তৈরীতে

ii.হরমোন তৈরীতে

iii.পরিবেশ সুরক্ষায়

নিচের কোনটি সঠিক?

আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স পদ্ধতির প্রয়েগ রয়েছে-

i.সুত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধানে

ii.জ্ঞানের উপস্থাপনে

iii.মনুষ্য অনুভূতি সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?

AND এবং OR গেইটের পার্থক্য হচ্ছে-

i.দুইটিরই একাধিক ইনপুট থাকবে না

ii.AND গ্েটের আউটপুট হবে ইনপুটের গুন এবং OR গেইটের আউটপুট ইনপুটগুলোর যোগ

iii.AND গেইটের একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হবে এবং OR গেইটের একটি ইনপুট ১ হলে আউটপুট ১ হবে

নিচের কোনটি সঠিক?

HSPA এর পূর্নরূপ কী?
NIC এর পূর্ণরূপ কী?
ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কোনটি ?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

সেলিম সাহেব তার প্রতিষ্ঠানের জন্য তৈরীকৃত ওয়েৃবসাইট লোডিং করার পর দেখলেন যে ডেটার মান পরিবর্তন করা যাচ্ছে না।এ সমস্যা সমাধানের জন্য তিনি ওয়েব সাইটটি তৈরীর ক্ষেত্রে অন্য ভাষা ব্যবহার করলেন।

ওয়েবসাইটটি তৈরীর ক্ষেত্রে প্রথমে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

সেলিম সাহেব তার প্রতিষ্ঠানের জন্য তৈরীকৃত ওয়েৃবসাইট লোডিং করার পর দেখলেন যে ডেটার মান পরিবর্তন করা যাচ্ছে না।এ সমস্যা সমাধানের জন্য তিনি ওয়েব সাইটটি তৈরীর ক্ষেত্রে অন্য ভাষা ব্যবহার করলেন।

নাসির সাহেবের সমস্যা সমাধানের উপযোগী হতে পারে-

i.ASP

ii.PHP

iii.SSP

নিচের কোনটি সঠিক?

বুলেটিন বোর্ড বলা হয় কোনটিকে?

ডেটা এনক্রিপ্ট করার পদ্ধতি হলো-

i.সিজার কোড

ii.DES

iii.IDEA

নিচের কোনটি সঠিক?

চিত্র ১ এর আউটপুটের সাথে চিত্র ২ এর ইনপুট যোগ করলে কখন আউটপুট 0 হবে না?

লজিক সার্কিটটি কোন গেইট নির্দেশ করে চিত্র দেখে উত্তর দাও-

উপরের ডায়াগ্রামটি কোন Topology?
Wifi হলো-
কোনটি সাদা রং নির্দেশকারী?

ফ্লোচার্টে চিহ্নটি কেন ব্যবহার করা হয়-

Relational Operator কোনটি?
ABCএখানে attribute কয়টি?

উচ্চ স্তরেরর ভাষা হলো-

i.C++

ii.Java

iii.BASIC

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও:

#include < stdio,h >

main ( )

{

int i,j,k

scanf("%d %d",& i,&j);

k=i;

else

k=j;

printf("k is=%d",k);

প্রোগ্রামটি নির্বাহে কতটি Loop ব্যবহার করা হয়েছে?

উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও:

#include < stdio,h >

main ( )

{

int i,j,k

scanf("%d %d",& i,&j);

k=i;

else

k=j;

printf("k is=%d",k);

প্রোগ্রামটি Run করে i এর মান ৫ ও j এর মান ৭ দেওয়া হলে k এর মান কত হবে?

একটি ডেটাবেজে একশত জন ছাত্রের তথ্য সংরক্ষিত আছে।প্রতিটি ছাত্রের রোল,নাম,জন্মতারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।উল্লেখিত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা-
পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ড নিয়ে তৈরী হয়-
সরকারি শাহ সুলতান কলেজ,বগুড়া ,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleআর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ,বগুড়া ,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান
Next articleবিয়াম মডেল স্কুল এন্ড কলেজ,বগুড়া ,2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান