নেত্রকোণা সরকারি মহিলা কলেজ,নেত্রকোণা 2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান Logic circuit প্রশ্নের উত্তর দাও: S এর মান কত? S=A+B S=AB+A S=AB+AB S=AB Logic circuit প্রশ্নের উত্তর দাও: C=1 হবে যখন- A=0,B=0 A=1,B=1 A=0,B=1 A=1,B=0 উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: 2 Name Passport No. Address 1 Rafiq 098351799 Uttara Dhaka 2 Hasan 34333699 133/4 East Rampura, Dhaka উদ্দিপকে 34333699 এর অর্থ কী ? ডেটা ফিল্ড রেকর্ড ডেটাবেজ উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: 2 Name Passport No. Address 1 Rafiq 098351799 Uttara Dhaka 2 Hasan 34333699 133/4 East Rampura, Dhaka শেষ ফিল্ডের ডেটা টাইপ কী? মেমো নাম্বার কারেন্সি টেক্সট উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: a=100 a*=5 a=a%10, সি প্রোগ্রাম a সর্বশেষ মান কত হবে? 10 0 5 50 উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: a=100 a*=5 a=a%10, লাইন তিনটিতে ব্যবহৃত অপারেটর হচ্ছে- i.Arithmetic ii.Relational iii.Assingment নিচের কোনটি সঠিক? i ও iii i ও ii i, ii, ও iii ii ও iii উদ্দিপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: চিত্র ২ কোন ধরনের টপোলজি? বাস রিং হাইব্রিড স্টার উদ্দিপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: চিত্র ১ এর নোডগুলো পরস্পর সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠন করা যাবে? শংকর স্টার মেশ ট্রি A B C A সেলটি তৈরীর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে? A B C ক্রমিক নম্বর প্রদানের জন্য ব্যবহার করা হয়- i.< dt > ট্যাগ ii.< li > ট্যাগ iii.< ol > ট্যাগ নিচের কোনটি সঠিক? i ও iii i ও ii ii ও iii i, ii, ও iii ৭৪৬ সংখ্যাটি হলো- i.ডেসিমেল ii.অকটাল iii.হেক্সাডেসিমেল নিচের কোনটি সঠিক? i, ii, ও iii i ও ii ii ও iii i ও iii WIFFI এর ক্ষেত্রে- i.ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয় ii.ক্যাবল এর প্রয়োজন নেই iii.কাভারেজ এর প্রয়োজন নেই নিচের কোনটি সঠিক? ii ও iii i ও ii i ও iii i, ii, ও iii বিশ্বগ্রাম বলতে বোঝায়- i.রিয়েল টাইম সেবা বিনিময় ii.তথ্য ও বিনোদনের সহজলভ্যতা iii.বিশ্বের মানুষসমূহের আন্তঃসম্পর্ক নিচের কোনটি সঠিক? i, ii, ও iii ii ও iii i ও iii i ও ii উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: ডা. মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষন দেন যাতে কোনোরূপ ঝুঁকি না থাকে।একজন যকৃত ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন। প্রশিক্ষন ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে- আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়োসার্জারি জেনেটিক ইন্জিনিয়ারিং উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: ডা. মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষন দেন যাতে কোনোরূপ ঝুঁকি না থাকে।একজন যকৃত ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন। ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে- i.চিকিৎসা ব্যায় তুলনামূলকভাবে কম ii.অপারেশনের ধকল সহ্য করতে হয় না iii.আশেপাশের কোষের ক্ষতি হয় না নিচের কোনটি সঠিক? ii ও iii i, ii, ও iii i ও ii i ও iii ইলেকট্রনিক্স কমার্স এর অন্তর্ভুক্ত নয়- প্রচার বিপণন সরবরাহ লেনদেন জিন ফাইন্ডিং গবেষনায় কী ব্যবহৃত হয়? ন্যানো-টেকনোলজি বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স জেনেটিক ইন্জিনিয়ারিং বিট সিনক্রোনাইজেশন হচ্ছে- i.বিট প্রেরণের সমন্ধিত পদ্ধতি ii.বিটের শুরূ এবং শেষ বুঝতে পারা iii.ব্যডউইধের পরিমান বৃদ্ধি পাওয়া নিচের কোনটি সঠিক? i ও iii ii ও iii i, ii, ও iii i ও ii (BEF)16 এর সমতূল্য অক্ট্যাল মান কত? (527b)8 (5757)8 (5774)8 (101111111110)8 HTML এ লিংক সিনটেক্স হলো Link text এখানে ,a href এর অর্থ হচ্ছে- a hot reference a home reference a hyperlink reference a hyperlink replace কোন বর্তনী ASCII-18 সংখ্যাকে H বর্ণতে রূপান্তরিত করে? অ্যাডার এনকোডার ডিকোডার কাউন্টার ASCII-8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? ২৫৬ ৫১২ ৬৫৫৩৬ ১২৮ প্রোগ্রাম তৈরীর ধাপে কোডিং হলো- i.সমস্যার বিশ্লেশনের সাথে সম্পর্কিত ii.প্রোগ্রামিং ভাষার সাহায্যে করা iii.প্রোগ্রাম তৈরীর পর ভুল খোঁজা নিচের কোনটি সঠিক? i, ii, ও iii i ও iii ii ও iii i ও ii কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? কারেন্সি নাম্বার টেক্সট মেমো ডেটাবেজের কুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা হয় কোন কুয়েরির মাধ্যমে? Action select Parameter crosstab নেত্রকোণা সরকারি মহিলা কলেজ,নেত্রকোণা 2019 সালের পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্ন সমাধান You got {{userScore}} out of {{maxScore}} correct {{title}} {{image}} {{content}} Share your result via Facebook RELATED ARTICLESMORE FROM AUTHOR মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । Go to mobile version