রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নির্বাচনী পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নপত্র ও সমাধান-2018

 ১৯৭৭ সালে রংপুর ক্যান্টনমেন্টের সূচনা হয়বিগ্রেডিয়ার এম এ লতিফের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে। প্রতিষ্ঠানটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল রংপুর ক্যান্টনমেন্টের অফিসারদের এবং ঐ এলাকার ছেলেমেয়েদের শিক্ষার সুবিধার্থে।১৯৭৮ সালে  এখানে বিদ্যালয় শাখা শুরু হয় , মহাবিদ্যালয় শুরু হয় ১৯৮১ সালে এবং ডিগ্রি পর্যায়ের শুরু হয় ১৯৯৫ সালে। ১৯৯৩ সালে ইংরেজি মাধ্যমে পড়াশুনা শুরু হয়। ইংরেজি মাধ্যমটি “দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ” নামে নামকরিত হয়ে একই অধ্যক্ষের আধীনে ২০১০ সাল পর্যন্ত এর কার্যক্রম পরিচালনা করে। এরপর এটির জন্য আলাদা একজন অধ্যক্ষ নিযুক্ত হন।

ডাউনলোড করতে ক্লিক করুন :

Canconment-Publice-School-&

 

Previous articleচাঁদপুর সরকারি কলেজের নির্বাচনী পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নপত্র ও সমাধান-2018
Next articleবরিশাল সরকারি মহিলা কলেজের নির্বাচনী পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নপত্র ও সমাধান-2018