উত্তর: ফিল্ড ও রোকর্ড এক নয় তা নিচে ব্যাখ্যা করা হলো-
১. ফিল্ড হলো ডেটা টেবিলের কলাম নাম। অপরদিকে রেকর্ড হলো ডেটা টেবিলের সবগুলো কলামের এক সারি ডেটা।
২. একটি ডেটা টেবিলের ফিল্ডের নাম একক থাকে। পক্ষান্তরে রেকর্ডের ক্ষেত্রে একটি রো এর বিভিন্ন ফিল্ডের ডেটা একই রকম হতে পারে।
Home  ষষ্ঠ অধ্যায়
 
             
		
