উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করল।ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং ১১০১ বলল।
উদ্দিপকে উল্লেখিত সংখ্যার সাথে (১০০১)২ এর যোগফল কত?
উদ্দিপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করল।ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং ১১০১ বলল।
উদ্দিপকে রোল নং এর সমকক্ষ সংখ্যা হলো্-
i.(১৩)১০
ii.(১১)১৬
iii.(১৫)৮
নিচের কোনটি সঠিক?
(-42) সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-
i.প্রকৃত মান গঠন
ii.১-এর পরিপূরক গঠন
iii.২-এর পরিপূরক গঠন
নিচের কোনটি সঠিক?
সর্টিং হচ্ছে-
i.ডেটাকে মানের উর্ধক্রমে সাজানো
ii.ডেটাকে মানের নিম্নক্রমে সাজানো
iii.ডেটাকে দৈর্ঘের ভিত্তিতে সাজানো
নিচের কোনটি সঠিক?
বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যবহৃত হয়-
i.শিক্ষায়
ii.স্বাস্থ্যখাতে
iii.ব্যবসা-বাণিজ্যে
নিচের কোনটি সঠিক?
ডেটা কমিউনিকেশনের উপাদান হলো-
i.কমিউনিকেশন চ্যানেল
ii.গন্তব্য
iii.উৎস
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
x=100
s 1=5
x=x%10
x এর মান কত?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
x=100
s 1=5
x=x%10
উদ্দিপকে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে-
i.Arithmetic
ii.Assingment
iii.Logical
নিচের কোনটি সঠিক?
ওয়েবসাইট পাবলিশ করার জন্য প্রয়োজন-
i.ডোমেইন নেইম রেজিস্ট্রেশন
ii.ওয়েব পেইজ ডিজাইন
iii.হোস্টিং
নিচের কোনটি সঠিক?
হেডার ফাইল হলো-
i.stdio.h
ii.conio.h
iii.input.h
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে।প্রতিটি ছাত্রের নাম ,রোল নাম্বার,জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।
উল্লেখিঝত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা কয়টি?
উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে।প্রতিটি ছাত্রের নাম ,রোল নাম্বার,জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।
রোল নম্বর ফিল্ডটি হতে পারে-
i.Text type
ii.Number type
iii.Logical
নিচের কোনটি সঠিক?
Auto Number টাইপের ডেটা দ্বারা-
i.ডেটাবেজকে প্রোগ্রামে নেওয়া যায়
ii.অন্যান্য প্রোগ্রামকে ডেটাবেজে আনা যায়
iii.স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডেটা এন্ট্রি হয়ে যায়
নিচের কোনটি সঠিক?