উত্তর: প্রোগ্রাম রচনার জন্য বাইনারি অংক ০ এবং ১ দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা বলে। কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে। মেশিন ভাষায় (০ বা ১) প্রোগ্রাম লেখা অত্যন্ত জটিল ও শ্রমসাধ্য ব্যাপার। ১ দ্বারা বিদ্যুতের উপস্থিতি এবং ০ দ্বারা বিদ্যুতের অনুপস্থিতি বোঝানো হয়।
Home পঞ্চম অধ্যায়